ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীনগর উপজেলা নির্বাচনে কে কি প্রতিক পেল

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ৩য় ধাপে আজ সোবার (১৩ মে ) প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতীক পেলেন যারা। প্রতীক বরাদ্দের পর পরই জমে উঠেছে নির্বাচনী মাঠ। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জনসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন। এতে চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন  (কাপ-পিরিচ), উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু (আনারস) এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কোলাপাড়া ইউনিয়ন আঃলীগের সভাপতি  এম মাহবুব উল্লাহ কিসমত *(দোয়াত কলম) প্রতিক পেয়েছেন।

 পুরুষ ভাইস চেয়ারম্যান মো: কামরুজ্জামান মৃধা (কামরুল) *(তালা)* মোঃ জাকির হোসেন *(বাল্ব)* মোঃ কামরুল হাসান *(টিউবওয়েল),মোঃ ইকবাল হোসেন *(চশমা)* মাছুম মোল্লা *(মাইক)*মাহবুব আলম *(বই) এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান) রেহেনা বেগম *(হাঁস), মর্জিনা বেগম মুন্নি (ফুটবল)*মোসাঃ সামছুন নাহার সুমি *(প্রজাপতি)* ফিরুজা বেগম *(কলস) প্রতিক পেয়েছেন।

আগামী ২৫ মে এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর থেকে চুরি হওয়া গরু ফরিদপুরে জনতার হাতে চোর সহ আটক

শ্রীনগর উপজেলা নির্বাচনে কে কি প্রতিক পেল

আপডেট সময় ০৩:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ৩য় ধাপে আজ সোবার (১৩ মে ) প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতীক পেলেন যারা। প্রতীক বরাদ্দের পর পরই জমে উঠেছে নির্বাচনী মাঠ। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জনসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন। এতে চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন  (কাপ-পিরিচ), উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু (আনারস) এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কোলাপাড়া ইউনিয়ন আঃলীগের সভাপতি  এম মাহবুব উল্লাহ কিসমত *(দোয়াত কলম) প্রতিক পেয়েছেন।

 পুরুষ ভাইস চেয়ারম্যান মো: কামরুজ্জামান মৃধা (কামরুল) *(তালা)* মোঃ জাকির হোসেন *(বাল্ব)* মোঃ কামরুল হাসান *(টিউবওয়েল),মোঃ ইকবাল হোসেন *(চশমা)* মাছুম মোল্লা *(মাইক)*মাহবুব আলম *(বই) এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান) রেহেনা বেগম *(হাঁস), মর্জিনা বেগম মুন্নি (ফুটবল)*মোসাঃ সামছুন নাহার সুমি *(প্রজাপতি)* ফিরুজা বেগম *(কলস) প্রতিক পেয়েছেন।

আগামী ২৫ মে এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।