নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ বুয়েট ছাত্রকে গাড়ী চাপা দিয়েছেন মদ্যপ প্রাইভেকটার চালক। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন শিক্ষার্থী মুহতাসিম মাসুদ(২২)। এ সময় মেহেদী হাসান খান ও অমিত শাহ নামের আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হলে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২০ ডিসেম্বর রাত আনুমানিক ৩ টার দিকে ৩ ফুট সড়কের স্টেডিয়াম এলাকায় মর্মান্তিক এ ঘটনায় গাড়ী চালক মুবিন আল মামুন, সহযোগী মিরাজুল করিম ও আসিফ চৌধুরী নামের ৩ জনকে আটক করেছেন রূপগঞ্জ থানা পুলিশ।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, গতরাতে ৩ বুয়েট শিক্ষার্থী পূর্বাচলে ঘুরতে আসেন। এ সময় তাদের বাইক ৩শ ফুট সড়কের হলুদ দাগে দাড়িয়ে ছিলো। একই সময় একটি প্রাইভেটকার তাদের উপর সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত হয় আরও দুজন। এ সময় স্থানীয় লোকজন ও পূর্বাচলে কর্তব্যরত পুলিশ ঘাতক প্রাণভেটকার আটক করে তল্লাশি করে ১ ক্যান বিয়ার, বিদেশী মদের খালি বোতল পাওয়া যায়। পাশাপাশি গাড়ীর চালক ও সহযোগিত যাত্রীসহ ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনা তদন্ত চলছে।