মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয়তাবাদী কৃষকদলের উপজেলা কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর ) সকাল ১০টায় উপজেলার ঝুমুর হল রোডে এ কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষকদলের আহবায়ক শাহ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ অরুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জেলা কৃষকদলের সদস্য সচিব শহিদ মজুমদার
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম খান।
উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন,জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের আহবায়ক সেলিনা আক্তার বীনা,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন, প্রচার সম্পাদক শফিউল আলম খান আজম, পাটাভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ তালুকদার,ভাগ্যকুলের সভাপতি রফিকুল ইসলাম খান, বীরতারার সভাপতি স্বাধীন মোল্লা, রাঢ়ীখালের সভাপতি শহিদুল ইসলাম কারাল, সাঃ সম্পাদক সোলাইমান খান, কৃষদলের সভাপতি শামীম আহম্মেদ খান প্রমুখ।