মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার বিকের সারে ৫টায় সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাদিয়া আক্তার পান্না বলেন, নূর নাহার নামে এক মহিলার থেকে আমি ৫লক্ষ টাকা সুদে ঋণ নেই। এই ৫লক্ষ টাকার জন্য প্রতি মাসে ১লক্ষ টাকা সুদ দিতে হয়। সে আমাকে সুদের টাকার জন্য খুব চাপ দিতে থাকে। আমি তাদের চাপসহ্য করতে না পেরে উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর দাদাকে জানালে সে স্থানিয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিচার করে সুদ বাদে আসল টাকা দেয়ার ফয়সালা করে দেয়। পরে নূর নাহার ক্ষিপ্ত হয়ে আমাকে আর আতাউর দাদাকে দিয়ে ছবি এডিটিং করে ফেইসবুক ছাড়ে। আর সেখানে আমাকে ও দাদাকে নিয়ে বাজে অপপ্রচার করছে এ পরিস্থিতিতে সে প্রশাসনের কাছে ন্যায়বিচারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানয়।
এসময় উপস্থিত ছিলেন, বাড়ির ম্যানেজার আব্দুর রহিম, নাদিয়ার বাবা মজিবর শেখ, মা জাহানারা বেগম, তানিয়া আক্তার প্রমুখ।