মুন্সীগঞ্জের শ্রীনগরে বিজ্ঞ আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ভবনে নির্মাণ কাজের অ়ভিযোগ উঠেছে।
গত সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের আল-আমিন বাজারে এ ভবনের নির্মান কাজ করার অভিযোগ উঠে ঐ এলাকার মৃত মজিবর রহমানের স্ত্রী জীবন আক্তারগংয়ের বিরুদ্ধে। এ ব্যপারে ভুক্তভোগী সজিব সাহা বাদী হয়ে জীবন আক্তারসহ তার পুত্রবধু রিয়া আক্তারকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়,উপজেলার কামারগাঁও মৌজার সাবেক ১০৫ হালের ৫১ নং হালে স্থাপনাযুক্ত ভবনের ২য় তলায় ৫১২২ স্কয়ার ফুটের একটি ফ্ল্যাট মৃত মজিবর রহমানের কাছ থেকে দলিল নং ৩১২৬/২৩ মূলে ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখলকার হন ভুক্তভোগীর বড় ভাই রাজীব সাহা। মজিবর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী জীবন আক্তার উক্ত ভবন জবর দখল করে রাজীব সাহাকে দখলমুক্তের পায়তারা করে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এ সংক্রান্তে ভুক্তভোগী বাদী হয়ে বিজ্ঞ দেওয়ানী আদালতে মোকাদ্দমা নং- ৩৪২/২৩ দায়ের করেন এবং মামলার চূড়ান্ত রায় না হওয়ার পর্যন্ত আদালত নালিশী সম্পত্তিতে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বহাল রাখেন। আদালতের স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বহাল থাকাবস্থায় সোমবার জীবন আক্তারসহ তার পুত্রবধু নিষেধাজ্ঞার উপেক্ষা করে পূনরায় ভবন নির্মান কাজ শুরু করে। এতে ভুক্তভোগী পরিবার বাধা দিলে তাদেরকে প্রাণ নাশের হুমকি প্রদান করেন।
এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এস আই তারেক জানান, এ ঘটনায় আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। এর প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।