ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জলঢাকায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ সমন্বয় সভা অনুষ্ঠিত 

নীলফামারীর জলঢাকা উপজেলায় ‘জরায়ুমুখ ক্যান্সার’ প্রতিরোধে ২৪ অক্টোবর থেকে ১০ দিনব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর। এ সময় তিনি জানান, পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভির (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা দেওয়া হবে। এই টিকা নিতে হলে আগে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সুমী বেগম, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল,  উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন,  প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান ও ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার হেফাজুল ইসলাম প্রমুখ।

সভায় মেডিকেল অফিসার ডাঃ মাহাদী হাসান জানান, জরায়ু ক্যানসারে আক্রান্তের হার বিশ্বে চতুর্থ সর্বোচ্চ এবং দেশে দ্বিতীয় সর্বোচ্চ। জরায়ু ক্যান্সার বিশ্বে প্রায় সাড়ে ৩ লাখ নারী মারা যান যার মধ্যে ৯০ ভাগই ঘটে উন্নয়নশীল দেশে। বাংলাদেশে প্রতি লাখ নারীর মধ্যে ১৬ জন জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং ৬ হাজার ৫৮২ জন নারী বছরে মারা যান। অথচ এটি একটি প্রতিরোধযোগ্য ক্যানসার। এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এজন্য নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ওই কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করা যাবে। এজন্য স্কুল পর্যায়ে ৫ম থেকে ৯ম শ্রেনী পর্যন্ত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের নিবন্ধন কার্যক্রম ২৪ অক্টোবর পর্যন্ত করা যাবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে আলিফ পরিবহন খাদে : আহত-৩০

জলঢাকায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ সমন্বয় সভা অনুষ্ঠিত 

আপডেট সময় ০৪:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
নীলফামারীর জলঢাকা উপজেলায় ‘জরায়ুমুখ ক্যান্সার’ প্রতিরোধে ২৪ অক্টোবর থেকে ১০ দিনব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর। এ সময় তিনি জানান, পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভির (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা দেওয়া হবে। এই টিকা নিতে হলে আগে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সুমী বেগম, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল,  উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন,  প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান ও ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার হেফাজুল ইসলাম প্রমুখ।

সভায় মেডিকেল অফিসার ডাঃ মাহাদী হাসান জানান, জরায়ু ক্যানসারে আক্রান্তের হার বিশ্বে চতুর্থ সর্বোচ্চ এবং দেশে দ্বিতীয় সর্বোচ্চ। জরায়ু ক্যান্সার বিশ্বে প্রায় সাড়ে ৩ লাখ নারী মারা যান যার মধ্যে ৯০ ভাগই ঘটে উন্নয়নশীল দেশে। বাংলাদেশে প্রতি লাখ নারীর মধ্যে ১৬ জন জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং ৬ হাজার ৫৮২ জন নারী বছরে মারা যান। অথচ এটি একটি প্রতিরোধযোগ্য ক্যানসার। এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এজন্য নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ওই কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করা যাবে। এজন্য স্কুল পর্যায়ে ৫ম থেকে ৯ম শ্রেনী পর্যন্ত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের নিবন্ধন কার্যক্রম ২৪ অক্টোবর পর্যন্ত করা যাবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।