বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষে ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ অক্টোবর বিকেলে রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে উদ্দেশ্যে বলেন এ সরকার খুব কম সময়ের মধ্যে আইন কমিশন গঠন করে আইন মন্ত্রণালয় কে সংস্কার এবং নির্বাচন কমিশনকে সংস্কার করে ভোটের অধিকার রক্ষায় খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার অনুরোধ করেন। এবং তিনি ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সর্বস্তরের নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে আলহাজ্ব এম এ হান্নান নমিনেশনের পাওয়ার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ বেপারী, ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী বিএসসি, সাধারণ সম্পাদক মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার খান, সহ-সভাপতি কামরান হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক দিদার খান, জহিরুল ইসলাম পাটোয়ারী, আব্দুল মান্নান মনু, আব্দুল মান্নান মজুমদার, মাইনুদ্দিন মাস্টার, আনোয়ার হোসেন, খোরশেদ আলম সহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক হারুন খান, সহ প্রচার সম্পাদক মুসলিম হোসেন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, প্রবাসী সম্পাদক খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির মজুমদার, সদস্য সচিব মোঃ রিপন, যুগ্ন আহবায়ক মোঃ রাসেল আহমদ, সদস্য মুহাম্মদ রুবেল খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন হোসেন, সহ-সভাপতি আরমান মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক আরমান খান, মোঃ রিপন হোসেন সহ সহস্ত্রাধিক নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।