সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার নবগঠিত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল গফুর খান।
সোমবার (৭ অক্টোবর) বিকালে পৌরসভাস্থ রাঙ্গুনিয়া ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আব্দুল গফুর খান বলেন, আমরা মনে করি ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই বাংলাদেশে আমাদের যেমন অধিকার আছে আপনাদেরও তেমনি অধিকার রয়েছে। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগত দিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপ পাহারায় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
এসময় উপস্থিত ছিলেন, নবগঠিত রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অরূপ চৌধুরী, যুগ্ন আহবায়ক সুমন দাস, যুগ্ন আহবায়ক লিটন দে, সদস্য সচিব হারাধন দাস, সদস্য রনি দাস, সদস্য সাজুদাস, সদস্য সুকান্ত দে, বিএনপি নেতা করিম খান, আব্দুল করিম, যুবদল নেতা মোহাম্মদ মনসুর, শাহেদ আকবর, আব্দুল মান্নান খান, নুরুল হক, ইলিয়াস খান, ছাত্রদল নেতা সজীব দাস, সাগর দাস, সৈকত চৌধুরী, সাব্বির পাভেল , খোকন নাথ, মো. জামাল, স্বপন চক্রবর্তী ও রাসেল দেব প্রমূখ।