ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীনগরে মন্দিরের পাশে সরকারী জায়গা দখল করে টিনের বেড়া নির্মাণ

 মুন্সীগঞ্জের শ্রীনগরে মন্দিরের সরকারী খালের জায়গা দখল করে জোড় পূর্বক টিনের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে উপজেলার দেউলভোগ সার্বজনিন কালি মন্দিরে পার্শ্বে সরকারী খালের জায়গা দখল করে এ বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে ঐ এলাকার মৃত খেজমত আলীর আলেকের বিরুদ্ধে।

এব্যাপারে দেউলভোগ সার্বজনিন কালিমন্দির কমিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

স্থানীয়রা জানান, শ্রীনগর উপজেলা ব্রীজের পশ্চিম ঢালে  সার্বজনিন কালি মন্দিরের পাশে দিয়ে আরধিপাড়া কবরস্থানে জন্য একটি  রাস্তা নির্মাণ করা হয়। রাস্তাটি মন্দির পর্যন্ত  হলেও সরকারী জায়গা দিয়ে রাস্তাটি ব্রীজ পর্যন্ত  পৌঁছাতে বাধা দেয় আলেক গং । তারা দখল নেয়ার জন্য  রাস্তাটি সরকারি  জায়গার পরিবর্তে মন্দিরের জায়গা দিয়ে বের  করতে  বলেন।

দেউলভোগ সার্বজনিন মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল দাস বলেন, আমরাতো কয়েকবার মাপযোপ করে মন্দিরের জায়গার সঠিক পাইনি। আলেকসহ তার স্ত্রী সুলতানা ও ছেলে জিসানগং রাস্তা নির্মাণে বাধা দিয়ে উল্টো সরকারী খালের জায়গা দখল করে বেড়া নির্মাণ করছে। আমরা বাধা দিলেও তারা মানে না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, এরা কারো কথা শুনে না। তারা সরকারী খালের জায়গা দখলের পায়তারা করছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন বলেন, এব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীনগরে হট্টগোলের মধ্য দিয়ে মাসিক আইন শৃঙ্খলা সভা ও বিজয় দিবসের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত 

শ্রীনগরে মন্দিরের পাশে সরকারী জায়গা দখল করে টিনের বেড়া নির্মাণ

আপডেট সময় ০৩:১৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

 মুন্সীগঞ্জের শ্রীনগরে মন্দিরের সরকারী খালের জায়গা দখল করে জোড় পূর্বক টিনের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে উপজেলার দেউলভোগ সার্বজনিন কালি মন্দিরে পার্শ্বে সরকারী খালের জায়গা দখল করে এ বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে ঐ এলাকার মৃত খেজমত আলীর আলেকের বিরুদ্ধে।

এব্যাপারে দেউলভোগ সার্বজনিন কালিমন্দির কমিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

স্থানীয়রা জানান, শ্রীনগর উপজেলা ব্রীজের পশ্চিম ঢালে  সার্বজনিন কালি মন্দিরের পাশে দিয়ে আরধিপাড়া কবরস্থানে জন্য একটি  রাস্তা নির্মাণ করা হয়। রাস্তাটি মন্দির পর্যন্ত  হলেও সরকারী জায়গা দিয়ে রাস্তাটি ব্রীজ পর্যন্ত  পৌঁছাতে বাধা দেয় আলেক গং । তারা দখল নেয়ার জন্য  রাস্তাটি সরকারি  জায়গার পরিবর্তে মন্দিরের জায়গা দিয়ে বের  করতে  বলেন।

দেউলভোগ সার্বজনিন মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল দাস বলেন, আমরাতো কয়েকবার মাপযোপ করে মন্দিরের জায়গার সঠিক পাইনি। আলেকসহ তার স্ত্রী সুলতানা ও ছেলে জিসানগং রাস্তা নির্মাণে বাধা দিয়ে উল্টো সরকারী খালের জায়গা দখল করে বেড়া নির্মাণ করছে। আমরা বাধা দিলেও তারা মানে না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, এরা কারো কথা শুনে না। তারা সরকারী খালের জায়গা দখলের পায়তারা করছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন বলেন, এব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।