দেশের বন্যাদুর্গত এলাকার মানুষের মাঝে দিনব্যাপী খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করছে বিভিন্ন সামাজিক সংগঠন, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সামাজিক সংগঠন সাত রং রক্তদান যুব সমাজ কল্যাণ সংস্থা।
বন্যাদূগর্ত মানুষকে সহযোগিতা করার জন্য প্রবাসীদের সহায়তায় ও নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ দিয়ে ফান্ড তৈরী করেছেন।
রবিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ষোলঘর বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করে সংগঠনটির সদস্যরা। বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে চিনি,চিড়া,মুড়ি,বিস্কুট,দুধ,স্ যালাইন,মোমবাতি,গ্যাস লাইট,মেয়েদের সামগ্রী,বস্ত্র সম্বলিত সাড়ে ৩শত প্যাকেট করা হয়েছে। আজ সন্ধ্যায় সংগঠনটি সাধারণ সম্পাদক সাগর হোসেন, প্রতিষ্ঠাতা জাহিদ হাসান জনি,সাইফুল ইসলাম সহ দশজনের একটি টিম ফেনীর পশুরামপুর উপজেলার উদ্দেশ্য ত্রাণ সহ রওয়ানা দিয়ে ঐ অঞ্চলের বন্যা কবলিতদের মাঝে বিতরণ করবেন।
সংগঠনটির কার্যকরী সদস্য সাজ্জাদ বলেন,বন্যা শেষ না হওয়া পর্যন্ত সংগঠনটির এই কার্যক্রম অব্যাহত থাকবে। তাই আপনারা সকলেই বন্যা কবলিতদের সহায়তায় করে এদের পাশে থাকার জন্য সকলকে আহবান জানান তিনি।