দেশের বিভিন্ন এলাকায় বন্যার্তদের পাশে দাঁড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি ঘোষণা করেছে। সারা দেশে বন্যাদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করবে তারা। বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহ করছে শ্রীনগর সরকারী কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ দিয়ে ফান্ড তৈরী করেছে।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে শ্রীনগর বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করে ৪০ জনের সাধারণ শিক্ষার্থীদের একটি টিম এবং সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে আরো অনেক শিক্ষার্থী কাজ করছেন। বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে চিনি,বিস্কুট,দুধ,স্যালাইন,মো
শ্রীনগর সরকারী কলেজের সাধারণ শিক্ষার্থীরা বলেন, বন্যা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তাই আপনারা সকলেই বন্যা কবলিতদের সহায়তায় তাদের পাশে থাকার সকলকে আহবান জানান।