মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আওয়ামী যুবলীগের তিন ইউনিয়নে আংশিক পুণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত সোমবার(৩ জুন)উপজেলা যুবলীগ সভাপতি ফিরোজ আল মামুন ও সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন।
সম্মেলনের প্রায় ৩ বছরের পর উপজেলার বাঘড়া,ভাগ্যকুল,বীরতারা তিন ইউনিয়নের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ভাগ্যকুল ইউনিয়নের আংশিক কমিটির সভাপতি আব্দুল গফুর শেখ ও সাধারণ সম্পাদক মামুন কবির, বাঘড়ার সভাপতি মোঃ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও বীরতারার সভাপতি প্রদীপ মণ্ডল ও সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ মিসু।
উল্লেখ্য,গত (এপ্রিল-মে) ২০২০ শ্রীনগর উপজেলা(৯টা ইউনিয়ন)যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের প্রায় ৩বছর পর কমিটির ঘোষণা এই তিনটার। বাকী ইউনিয়ন কমিটিগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে বলে জানান,উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন। কমিটি নিয়ে বছর জুড়ে জল্পনাকল্পনা ছিল। উপজেলা আওয়ামী লীগের দুটি ধারার বেশ কয়েকজন নেতা ইউনিয়ন যুবলীগের শীর্ষ পদের জন্য আগ্রহী ছিলেন।