ঢাকা: দেশের অর্থোপেডিক ও স্পাইন চিকিৎসা অঙ্গনে নির্ভরতার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সহকারী অধ্যাপক ডা. ফয়সল আমিন আহমেদ। শিক্ষা, দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতার সমন্বয়ে তিনি ট্রমা, অর্থোপেডিক, আর্থোপ্লাস্টি ও স্পাইন চিকিৎসায় অসামান্য অবদান রেখে চলেছেন। রোগীবান্ধব মনোভাব, আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রয়োগ এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ,সব মিলিয়ে তিনি চিকিৎসা জগতে প্রশংসিত একটি নাম।
ডা. ফয়সল আমিন আহমেদ এমবিবিএস ও বিসিএস (স্বাস্থ্য) সম্পন্ন করার পর যুক্তরাজ্যের গ্লাসগো থেকে এমআরসিপিএস এবং আমেরিকা থেকে এমএসিপি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) থেকে এমএস (অর্থোপেডিক সার্জারি) সম্পন্ন করে তিনি বিশেষায়িত দক্ষতায় নিজেকে আরও সমৃদ্ধ করেন। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর প্রশিক্ষণ ও সনদের তালিকায় রয়েছে—সুইজারল্যান্ড থেকে গ্লোবাল স্পাইন ডিপ্লোমা, আমেরিকা থেকে এফএসিএস ও এফআইসিএস, ভারত ও সুইজারল্যান্ডে এ.ও. স্পাইন ও এ.ও. ট্রমা বেসিক কোর্স, ভারত থেকে নি-অর্থোপেডিক (PKCS-APKCS) কোর্স, গঙ্গা হাসপাতাল থেকে বেসিক কোর্স অন আর্থোস্কপি, অ্যাডভান্সড কোর্স অন অর্থোপেডিক ও স্পোর্টস মেডিসিন এবং ফেলোশিপ ইন পেইন ম্যানেজমেন্ট অ্যান্ড স্পাইন ইন্টারভেনশন।
বর্তমানে তিনি ট্রমা, অর্থোপেডিক, আর্থোস্কপি, আর্থোপ্লাস্টি ও স্পাইন বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। জাতীয় পঙ্গু হাসপাতাল (নিটোর), ঢাকায় সহকারী অধ্যাপক ও কনসালট্যান্ট (এক্স) হিসেবে তাঁর কর্মজীবন রোগীসেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। জটিল ভাঙন, জয়েন্ট রিপ্লেসমেন্ট, স্পাইন সমস্যা ও ব্যথা ব্যবস্থাপনায় আধুনিক ও প্রমাণভিত্তিক চিকিৎসা প্রদান করে তিনি অসংখ্য রোগীর আস্থা অর্জন করেছেন।
সহকর্মীদের মতে, ডা:ফয়সল আমিন আহমেদ কেবল দক্ষ সার্জনই নন,তিনি একজন মানবিক চিকিৎসক। রোগীর সমস্যা মনোযোগ দিয়ে শোনা, স্বচ্ছভাবে চিকিৎসা পরিকল্পনা ব্যাখ্যা করা এবং সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই তাঁর নীতি। নতুন প্রজন্মের চিকিৎসকদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনাতেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
দেশ-বিদেশে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের মানুষের কল্যাণে কাজে লাগিয়ে ডা:ফয়সল আমিন আহমেদ প্রমাণ করেছেন,নিবেদন, দক্ষতা ও সততার সমন্বয়েই গড়ে ওঠে প্রকৃত চিকিৎসক। তাঁর এই নিরলস প্রচেষ্টা ও সেবামনোভাব ভবিষ্যতেও চিকিৎসা অঙ্গনে অনুপ্রেরণার আলো হয়ে থাকবে।
নিজস্ব সংবাদ : 














