ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া ও সুস্থতা কামনায় অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ হাসান রুবেল, প্রতিষ্ঠাতা সভাপতি, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল। তাঁর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মানবিক কার্যক্রমে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মাহমুদ হাসান রুবেল বলেন,
“দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই। ছাত্রদল শুধু রাজনীতিই নয়, মানবিক কাজের মাধ্যমেও মানুষের পাশে থাকবে।”
তিনি আরও বলেন, শীত মৌসুমে গরিব ও অসহায় মানুষের কষ্ট লাঘব করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষজন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এমন উদ্যোগ শীতের কষ্ট অনেকটাই লাঘব করে।
এ সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
উজ্জ্বল ভূঁইয়া 










