ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ২৯ নং ওয়ার্ডের মৎস্যজীবী দলের সভাপতির দায়িত্ব নিলেন আমিনুল ইসলাম

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মোহাম্মদপুর থানা, ২৯ নং ওয়ার্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আমিনুল ইসলাম। দায়িত্ব পাওয়ার পর এক বক্তব্যে তিনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায়সহ দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

আমিনুল ইসলাম বলেন, “আমি সর্বপ্রথম শুকরিয়া জানাই আল্লাহর দরবারে আমাকে এত বড় একটি দায়িত্ব দেওয়ার জন্য। এই দায়িত্ব আমার কাছে শুধু পদ নয়, এটি এক মহামূল্যবান আমানত।”

 

তিনি দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, “আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসেন।”

 

সাথে সাথে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তাঁর অশেষ শ্রদ্ধা ও শুভকামনা জানান। তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক তারেক রহমান। দেশ ও দলের স্বার্থে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

 

দলীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাই মোহাম্মদপুর থানা মৎস্যজীবী দলের সভাপতি ফেরদৌস আহমেদ ভাইকে, সাধারণ সম্পাদক মীর মামুন ভাইকে এবং সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন রাজবির ভাইকে। তাদের সহযোগিতা, দিকনির্দেশনা ও ভালোবাসা ছাড়া আমি আজ এই অবস্থানে আসতে পারতাম না।

 

তিনি আরো জানান, সামনে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করা, মৎস্যজীবী নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং দলের আদর্শ কে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে জানান।

 

মোহাম্মদপুর থানা ২৯ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের নেতাকর্মীরা নতুন সভাপতির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে তাঁর নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী

ও গতিশীল হবে।

ট্যাগস :

মোহাম্মদপুরে ২৯ নং ওয়ার্ডের মৎস্যজীবী দলের সভাপতির দায়িত্ব নিলেন আমিনুল ইসলাম

মোহাম্মদপুরে ২৯ নং ওয়ার্ডের মৎস্যজীবী দলের সভাপতির দায়িত্ব নিলেন আমিনুল ইসলাম

আপডেট সময় ১০:৩০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মোহাম্মদপুর থানা, ২৯ নং ওয়ার্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আমিনুল ইসলাম। দায়িত্ব পাওয়ার পর এক বক্তব্যে তিনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায়সহ দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

আমিনুল ইসলাম বলেন, “আমি সর্বপ্রথম শুকরিয়া জানাই আল্লাহর দরবারে আমাকে এত বড় একটি দায়িত্ব দেওয়ার জন্য। এই দায়িত্ব আমার কাছে শুধু পদ নয়, এটি এক মহামূল্যবান আমানত।”

 

তিনি দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, “আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসেন।”

 

সাথে সাথে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তাঁর অশেষ শ্রদ্ধা ও শুভকামনা জানান। তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক তারেক রহমান। দেশ ও দলের স্বার্থে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

 

দলীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাই মোহাম্মদপুর থানা মৎস্যজীবী দলের সভাপতি ফেরদৌস আহমেদ ভাইকে, সাধারণ সম্পাদক মীর মামুন ভাইকে এবং সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন রাজবির ভাইকে। তাদের সহযোগিতা, দিকনির্দেশনা ও ভালোবাসা ছাড়া আমি আজ এই অবস্থানে আসতে পারতাম না।

 

তিনি আরো জানান, সামনে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করা, মৎস্যজীবী নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং দলের আদর্শ কে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে জানান।

 

মোহাম্মদপুর থানা ২৯ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের নেতাকর্মীরা নতুন সভাপতির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে তাঁর নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী

ও গতিশীল হবে।