ঢাকা-১৫ আসনে শুরু হয়েছে নির্বাচনী উচ্ছ্বাস ও কর্মযজ্ঞ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নিবেদিতপ্রাণ নেতা, নির্বাহী কমিটির সদস্য এবং তরুণদের প্রেরণার প্রতীক মামুন হাসান তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। এলাকার মানুষ তাকে ভালোবেসে ডাকে “নয়নের মনি মামুন হাসান” নামে।
নির্বাচনী প্রচারণার প্রথম দিন থেকেই এলাকার জনসাধারণের উপস্থিতি ছিল উপচে পড়া। মানুষের মুখে মুখে একটাই নাম— মামুন হাসান। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন সবসময়, কখনো রাজনীতি করেছেন ক্ষমতার জন্য নয়, মানুষের ভালোবাসা অর্জনের জন্য।
এক আবেগঘন ভাষণে তিনি বলেন,
> “এই আসনের মানুষের ভাগ্য উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি— যদি আপনারা আমাকে সুযোগ দেন, আমি রাজনীতি করবো মানুষের সেবা আর উন্নয়নের জন্য, কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়।”
মামুন হাসানের এই মানবিক ও জনগণের প্রতি নিবেদিত মনোভাব এলাকাবাসীর হৃদয় ছুঁয়ে গেছে। কর্মী-সমর্থকরা বলছেন, তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন জনমানুষের বন্ধু। তার নেতৃত্বে ঢাকা-১৫ আসন পরিবর্তনের নতুন স্বপ্ন দেখছে তরুণরা।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তরুণ ভোটাররা তার প্রচারণায় স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে #NayonerMoniMamunHasan হ্যাশট্যাগে ব্যাপক প্রচারণা।
একজন প্রবীণ ভোটার জানান,
> “আমরা মামুন হাসানের মতো নেতার অপেক্ষায় ছিলাম। তিনি আমাদের এলাকার সন্তান, আমাদের গর্ব।”
রাজনীতির মাঠে সৎ, সাহসী ও আদর্শ নেতৃত্বের প্রতীক হিসেবে মামুন হাসান আজ ঢাকায় আলোচনার কেন্দ্রে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে তার জনপ্রিয়তা এবং মানুষের প্রত্যাশা।
নয়নের মনি মামুন হাসান, ঢাকার রাজনীতিতে আশার আলো হয়ে উঠছেন তিনি।