মুন্সীগঞ্জের শ্রীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে শহিদদের রূহের মাগফেরাত কামনা ও শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয় শুভ উদ্ধোধন এবং দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় উপজেলার গাদিঘাট বালুর মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে
ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্ধোধন শেষে শহিদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক ওবায়দুল ইসলাম ইয়ামিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান, শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমএ কাইয়ুম রতন।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাশেম হাওলাদারের সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন, শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাঃ সাধারণ তাজুল ইসলাম তারেক,থানা যুবদলের সদস্য রাজু তালুকদারসহ বিএনপি অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ।