মুন্সীগঞ্জের শ্রীনগরে বসতবাড়ীর সম্পত্তি জোড় পূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
গত কয়েকদিন ধরে উপজেলার বাঘড়া ইউনিয়নের পশ্চিম বাঘড়া এলাকায় জোড় পূর্বক সম্পত্তি দখলের অভিযোগ উঠে ঐ এলাকার শাহ-আলম ঢালী গংয়ের বিরুদ্ধে। এব্যাপারে ভুক্তভোগী নাইম বাদী হয়ে শাহ-আলম ঢালীসহ ৫জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বাঘড়া মৌজার ১২ শতাংশ বসতবাড়ীর সম্পত্তি ভুক্তভোগী নাইম মাতার ওয়ারিশ সুত্রে মালিক। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা ঐ সম্পত্তি মাপযোগ করে বুঝাইয়া দেয়ার পর গত শুক্রবার দুপুরে নাইম তার সম্পত্তিতে ওয়াল করতে গেলে ঐ এলাকার শাহ-আলম ঢালীসহ তার স্ত্রী আমেনা বেগম, ছেলে তুহিন ঢালী, সুজন ঢালী ও মেয়ে সানজিদা আক্তারগং ওয়াল করতে বাধা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় নাইম প্রতিবাদ করায় শাহ-আলম ঢালীগং নাইমসহ তার ছোট ভাইকে এলোপাথারীভাবে মারপিট করে আহত করে এবং পূনরায় ওয়াল করতে আসলে খুন জখম করবে বলে হুমকি প্রদর্শন করে।
এব্যাপারে অভিযুক্ত শাহ-আলম ঢালীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কারো জায়গা দখল করি নাই। ওরা এসে ওয়াল করুক তাতে আমরা বাধা দিব কেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, বিষয়টি আমি স্থানীয় ভাবে মীমাংসা করে দিয়েছি। নাইমরা আমার কাছে আসলে আমি দাড়িয়ে থেকে ওয়াল করিয়ে দিব।