মুন্সিগঞ্জের শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস।
এ উপলক্ষে সোমবার সকালে শ্রীনগর কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন প্রশাসনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
একে একে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, শ্রীনগর থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রেসক্লাব,
শ্রীনগর সরকারি কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।
পরে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন বিজয় মেলার আয়োজন করেন। সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন বেলুন ও সাদা কবুতর উড়িয়ে বিজয় মেলাটির উদ্ধোধন করেন। সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।