মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারী খাল দখলে নিয়ে বালি ভরাটের মাধ্যমে পানি প্রবাহ পথ বন্ধ করে দিয়ে বসত বিল্ডিং নির্মাণে অভিযোগ উঠেছে।
উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া বেপারীবাড়ী খাল দখলে নিয়ে বসত বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠে ঐ এলাকার লিটন মাল, খালেক মাঝি,নুরু মাঝি, শাহাদাৎ, ফারুক কসাই,আইয়ুব আলী খাঁ ও তইরা মাস্টারের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বাঘড়া ইউনিয়নের একাধিক খালের মধ্য অন্যতম বেপারীবাড়ী খালটি বাঘড়া বাজার সংলগ্ন পদ্মানদী থেকে উৎপত্তি হয়ে মধ্যবাঘড়া বেপারীবাড়ী ও রুদ্রপাড়া গ্রামের ভিতরে দিয়ে প্রবাহিত হয়ে আড়িয়াল বিলের অপর খালে সংযোগ হয়। পর্যায়ে খালটি ঐ এলাকার লিটন মাল, খালেক মাঝি,নুরু মাঝি, শাহাদাৎ, ফারুক কসাই,আইয়ুব আলী খাঁ ও তইরা মাস্টারসহ একাধিক ব্যক্তি খালটিতে বালি ভরাট করে বসত বিল্ডিং নির্মাণ করায় পানি প্রবাহ পথ একেবারেই বন্ধ হয়ে গেছে। সরকারী এই খালটি দখলে নিয়ে বালি ভরাট করায় এলাকার ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েক শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর পূর্বেও এই খালটি দিয়ে এলাকার লোকজন আড়িয়াল বিল থেকে পাকা ধান, কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল
নৌকা যোগে বাড়ীঘরে আনা নেয়া করত এবং খালে প্রচুর পরিমান নদীর মাছ শিকার করে জেলেরা বিক্রি করত। কিন্তু প্রভাবশালীরা প্রভাব খাটিয়ে খালটি দখল করে নেয়ায় পানি প্রবাহ পথ একেবারেই বন্ধ হয়ে যাওয়া এখন আর নৌকা চলাচল করতে পারছে না। এছাড়াও বৃষ্টির পানিসহ এলাকার বন্যার পানি নামতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভোগান্তি বেড়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান জানান, এলাকার কিছু লোক সরকারী খালটি ভরাট করে পানি প্রবাহ পথ বন্ধ করে দিয়েছে। আমি এই ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি যাতে দ্রুত বন্ধ হয়ে যাওয়া গুলো উদ্ধার করে জলাবদ্ধতা নিরসন করা হয়।
বাঘড়া ইউনিয়ন সহকারী তহসিলদার প্রিয়াংকার সাহা বলেন,এব্যাপারে এখনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।