বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সখিপুর থানা’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
০৫ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি শাহ মোঃ আবু জাফর -সাবেক এম পি ও মোঃ রেজাউল ইসলাম (রাজু )র যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এসময় জাহাঙ্গীর আলম মোল্যা কে সভাপতি ও সেলিম খন্দকার কে সাধারণ সম্পাদক করে ১১
সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছ।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সাংগঠনিক সম্পাদক, বাবু মোল্যা,সহ-সভাপতি দুলাল মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মুন্সি, সহ-সাংগঠনিক সম্পাদক রমিজ গাজী, প্রচার সম্পাদক আলমাস পাজুরী, কোষাধ্যক্ষ মতি বেপারী, দপ্তর সম্পাদক রিপন ঘোষ, অর্থ বিষয়ক সম্পাদক বি,এম জসিম উদ্দিন, সড়ক সম্পাদক আঃ বারেক সরকার।
নবগঠিত সখিপুর থানা’র পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক সেলিম খন্দকার, ফরিদপুর বিভাগীয় বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সভাপতি এ কে এম কাউম চুন্নু মুন্সি ও যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক রাফিও র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সেলিম খন্দকার বলেন, আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করি, আমি যেন সঠিকভাবে আমার দায়িত্ব পালন করতে পারি। এবং সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন।
এসময় বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সখিপুর থানা সভাপতি জাহাঙ্গীর আলম মোল্যা বলেন, এটা হচ্ছে শ্রমিক সংগঠন, এই সংগঠনের মুল উদেশ্য হচ্ছে শ্রমিকেদর কল্যানে কাজ করা, যেসব শ্রমিক, বেশি লেখা পড়া করতে পারে নাই, তাদের অধিকার বিষয়ে তারা জানেনা, তাদের অধিকার নিয়ে কাজ করা, তাদের সচেতন করা, তারা যদি কোন আইনি বিপদে পরে, তাদের পাশে থেকে তাদের কে বিপদ থেকে উদ্ধার করা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মুল উদেশ্য। আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, সড়ক পরিবহন শ্রমিক দল জিন্দাবাদ।