মুন্সীগঞ্জের শ্রীনগরে বসত বাড়ীর সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমার শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা চালিয়ে মারধরসহ বসত বিল্ডিংয়ে থাকা স্বর্ণালংকার,জমির দলিল,মোটর সাইকেল ও আসবাব পত্র লুট করে নেয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকের উপজেলার বালাশুর বাঘাডাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাসেল আরিন্দা বাদী হামলাকারী হযরত খাঁকে প্রধান বিবাদী করে ৯ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবা শাহ আলম আরিন্দার বসতবাড়ীর ক্রয় সম্পত্তি নিয়ে বিরোধসহ একাধিক মামলা মোকদ্দমা আসতেছিল। এর জের ধরে রুদ্রপাড়া এলাকার ছয়ফল খাঁর পুত্র হযরত খাঁর নেতৃত্বে গিয়াস উদ্দিন,তানজিল, তানভির,আসমা বেগম, সেলিম বেপারী, নুরুল হক তালুকদার,
ছৈয়ফল খাঁ ও রুনা বেগমসহ আরো অজ্ঞাতনামা ২-৩ জন অস্ত্রসস্ত্র নিয়ে বসত বিল্ডিংয়ে হামলা চালিয়ে ভুক্তভোগীসহ তার বৃদ্ধ বাবা শাহ আলম আরিন্দা, বৃদ্ধা মা ইয়ারন বেগম, স্ত্রী আয়শা,বোন ময়না বেগম,ভাবী রেহেনা বেগম, ও সাবিকুন্নাহারদেরকে এলোপাথারী পিটিয়ে আহত করে এবং বসত বিল্ডিংয়ের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরে থাকা স্বর্ণালংকার, কোটি টাকা মুল্যের জমির দলিল, স্ট্রীলের আলমারীতে থাকা বিদেশী কম্বল,ফ্রিজে রাখা মাছ, কাঠের খাটসহ একটি মোটর সাইকেল লুট করে নিয়ে খুন জখমসহ বসত বিল্ডিং দখল করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।