মুন্সীগঞ্জের শ্রীনগরে সমসাবাদ তারা জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর হতে রাত পর্যন্ত উপজেলার ষোলঘর ইউনিয়নের যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে ২৪তম এ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে ও তারা জামে মসজিদের খতিব মুফতি বিল্লাল হোসাইনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি দেওয়ান নাসিরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন, ঢাকা বাইতুস শাহ আহমাদ জামে মসজিদের খতিব মুফতি ফয়জুর রহমান সাদেকী।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, সাভার জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ সিরাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা কোষাধক্ষ রফিকুল ইসলাম শাহজাহান, ব্যবসায়ী সাগর হোসেন,বিএনপি নেতা সামাদ দেওয়ান, শাহিন, নাইম লস্কর, আমিন রুবেল,রিংকু সিয়ামসহ আগত মুসুল্লিয়ামে কেরামগণ।