ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভাগ্যকুলে সরকারী খাল ভরাটের অভিযোগ প্রভাবশালী ফজল কারিকরের বিরুদ্ধে

 মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারী খাল  ভরাটের অভিযোগ উঠেছে।

বুধবার বিকেলে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জগনাথপট্টি প্রাইমারী স্কুল সংলগ্ন

সরকারী খাল ভরাটের অভিযোগ উঠে ঐ এলাকার মৃত হাতেম কারিকরের ছেলে প্রভাবশালী ফজল কারিকরসহ তার স্ত্রী ও ছেলে ফাহিম কারিকরের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কামারগাঁও নয়বাড়ি খাল হতে জগনাথপট্টি ছালাম মেম্বারে বাড়ি সংলগ্ন একটি শাখা খাল বের হয়ে জগনাথপট্টি প্রাইমারী স্কুলে সামনে দিয়ে বয়ে গিয়ে টিয়া ঘোষের বাড়ীর সংলগ্ন নয়বাবড়ী খালে পূনরায় সংযোগ হয়। গত কয়েদিন ধরে জগনাথপট্টি গ্রামের প্রভাবশালী ফজল কারিকরসহ তার স্ত্রী ও ছেলে ফাহিম কারিকরগং তাদের নিজেদের প্রভাব খাটিয়ে ড্রাম ট্রাক দিয়ে বালু এনে খালটি ভরাট করে পানি প্রবাহ পথ একেবারে বন্ধ করে দিয়েছে। এতে ঐ এলাকার শত পরিবারের জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে।

স্থানীয়রা জানান, ফজল কারিকর ও তার ছেলে ফাহিম এলাকার খুবই খারাপ প্রকৃতির লোক। তারা জোড় পূর্বক প্রভাব খাটিয়ে এই সরকারী খালটি বালি ভরাট করছেন। এতে আমাদের অনেকগুলো পরিবার জলাবদ্ধতার মধ্যে পড়ার আশংকা রয়েছে। খাল ভরাট বন্ধে আমরা কেউ কিছু বললে আমাদের যেকোন ধরনের ক্ষতি করার হুমকি ধামকি দেয় ফাহিম কারিকর।

প্রভাব খাটিয়ে সরকারী খাল ভরাটকারী ফজল কারিকরের ছেলে ফাহিম কারিকরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোন খাল ভরাট করছি না। আপনারা যা পারেন তা করতে পারেন।

এবিষয়ে ভাগ্যকুল ইউনিয়ন সহকারী তহসিলদার মাহফুজ আহম্মেদ বলেন, আমি সংবাদ পেয়েছি এবং এখনি

ঘটনাস্থলে যাচ্ছি ভরাট কাজ বন্ধ করতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্যকুলে সরকারী খাল ভরাটের অভিযোগ প্রভাবশালী ফজল কারিকরের বিরুদ্ধে

ভাগ্যকুলে সরকারী খাল ভরাটের অভিযোগ প্রভাবশালী ফজল কারিকরের বিরুদ্ধে

আপডেট সময় ০১:১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

 মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারী খাল  ভরাটের অভিযোগ উঠেছে।

বুধবার বিকেলে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জগনাথপট্টি প্রাইমারী স্কুল সংলগ্ন

সরকারী খাল ভরাটের অভিযোগ উঠে ঐ এলাকার মৃত হাতেম কারিকরের ছেলে প্রভাবশালী ফজল কারিকরসহ তার স্ত্রী ও ছেলে ফাহিম কারিকরের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কামারগাঁও নয়বাড়ি খাল হতে জগনাথপট্টি ছালাম মেম্বারে বাড়ি সংলগ্ন একটি শাখা খাল বের হয়ে জগনাথপট্টি প্রাইমারী স্কুলে সামনে দিয়ে বয়ে গিয়ে টিয়া ঘোষের বাড়ীর সংলগ্ন নয়বাবড়ী খালে পূনরায় সংযোগ হয়। গত কয়েদিন ধরে জগনাথপট্টি গ্রামের প্রভাবশালী ফজল কারিকরসহ তার স্ত্রী ও ছেলে ফাহিম কারিকরগং তাদের নিজেদের প্রভাব খাটিয়ে ড্রাম ট্রাক দিয়ে বালু এনে খালটি ভরাট করে পানি প্রবাহ পথ একেবারে বন্ধ করে দিয়েছে। এতে ঐ এলাকার শত পরিবারের জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে।

স্থানীয়রা জানান, ফজল কারিকর ও তার ছেলে ফাহিম এলাকার খুবই খারাপ প্রকৃতির লোক। তারা জোড় পূর্বক প্রভাব খাটিয়ে এই সরকারী খালটি বালি ভরাট করছেন। এতে আমাদের অনেকগুলো পরিবার জলাবদ্ধতার মধ্যে পড়ার আশংকা রয়েছে। খাল ভরাট বন্ধে আমরা কেউ কিছু বললে আমাদের যেকোন ধরনের ক্ষতি করার হুমকি ধামকি দেয় ফাহিম কারিকর।

প্রভাব খাটিয়ে সরকারী খাল ভরাটকারী ফজল কারিকরের ছেলে ফাহিম কারিকরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোন খাল ভরাট করছি না। আপনারা যা পারেন তা করতে পারেন।

এবিষয়ে ভাগ্যকুল ইউনিয়ন সহকারী তহসিলদার মাহফুজ আহম্মেদ বলেন, আমি সংবাদ পেয়েছি এবং এখনি

ঘটনাস্থলে যাচ্ছি ভরাট কাজ বন্ধ করতে।