জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদবিষয়ক উপদেষ্টা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ৯ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি রাঙ্গুনিয়ায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকল ৯টায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যাগে উপজেলার পদুয়া রাজারহাটের ব্লুমিং ফ্লাওয়ার গ্রামার স্কুল মাঠে এ ফ্রি চিকিৎসা ক্যাম্প ও দুপুর ২টায় রাজারহাট মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে এবং দেলোয়ার, জামাল উদ্দিন, ইঞ্জি: জাহেদ ও রাসেলের যৌথ সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন।
চিকিৎসা ক্যাম্পের উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য লায়ন শওকত আলী নূর।
স্মরণসভার প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সি সহ-সভাপতি মো ইউসুফ চৌধুরী
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতা ওয়াকিল আহমদ, বিএনপি নেতা ইলিয়াছ শিকদার, সৈয়দ নূর, এ্যাড. লিয়াকত আলী নূর, নাসির উদ্দীন নসু, শামীম চৌধুরী, রফিকুল ইসলাম, শাহেদ কামাল, কামাল উদ্দীন মাস্টার, ছাত্রদের সদস্য সচিব হেলাল আহমেদ, মহিলাদল নেত্রী রূপা আকতার।
উক্ত স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল হোসেন, ইউসুফ শিকদার, আহসান উল্লাহ মেম্বার, আরছ তালুকদার, মো. দিদার আলম, ইফতেখার হোসেন রুবেল, ওমর ফারুক, মো. মাহবুব, নঈম উদ্দিন,নাসির উদ্দিন রক্সি, মো. মুছা, আরজু, জাহাঙ্গীর এলাহী, আবদুল জলিল মেম্বার, জামাল উদ্দিন, মো. জাহেদ চৌধুরী, নাজিম উদ্দীন, মহিম, প্রমুখ।
ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, আমি অসুস্থতার কারণ আজকের প্রোগ্রামে উপস্থিত হতে পারি নাই, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে ওয়াদা দিচ্ছি সামনের প্রথম প্রোগ্রাম পদুযায় এসে করবো। উপস্থিত আপনারা সবাই আমার বাবা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য দোয়া করবেন।
এদিকে সকাল ৯ টা থেকে শুরু হওয়া মেডিকেল ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. তাহসিন নূর (সার্জারী), দন্তরোগ বিশেষজ্ঞ ডা. হিমু, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. তাশদীদ নূর, ডা. আরমানুল হক নিশান, ডা. হাসান আল ফয়সাল, শিশু বিশেষজ্ঞ ডা. শাহাদাত, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রায়হান, ডা. ইকরাম এলাহি, ডা. ফয়েজ ও ডা. আনাস সাকিব।
এই মেডিকেল ক্যাম্পের আওতায় এসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৫ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহন করে।