ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুকে (৪৬) হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমার মোড় এলাকা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেদী হাসান মিন্টু ডিক্রিরচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। এলাকায় তিনি সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান নিক্সন চৌধুরীর ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ডিক্রিরচর এলাকায় পদ্মা নদী থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তোলার দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, হত্যা মামলার বাদী ডিক্রিরচর ইউনিয়নের আয়জদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা রুমন শেখ। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সিঅ্যান্ডবি ঘাট টোল প্লাজার সামনে বিএনপি সমর্থিত প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফের পক্ষে পোস্টার সাঁটানোর সময় আয়জদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা হিরু শেখকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হিরু শেখের ছেলে রুমন শেখ মেহেদী হাসান মিন্টুকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এ ছাড়া শহরের কমলাপুর মহল্লার বাসিন্দা আজাদ শেখ বাদী হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ জানান, মেহেদী হাসান মিন্টুকে রবিবার আদালতে সোপর্দ করা হবে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাওয়া হবে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, মেহেদী হাসান মিন্টুর বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুটি মামলা রয়েছে। তাকে হত্যা মামলায় আপাতত গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে অপর মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হবে।