ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনায় ‘উসসাস পাঠশালা’র উদ্ভোদন অনুষ্ঠানে শিশুদের সাথে কুশলাদি উপজেলা প্রশাসকের

বরগুনায় “সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ” এই পতিপাদ্যকে সামনে রেখে অসহায় ও ছিন্নমূল পথশিশুদের সুন্দর সমাজ গড়তে ও বুঝাতে, পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করতে বরগুনা সদর উপজেলা প্রশাসনের সহোযোগিতায় ও উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস) এর আয়োজনে ‘উসসাস-পাঠশালা’ পাঠদান কার্যক্রমের শুভ উদ্ভোদন শেষে শতাধিক শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা সমগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেল চারটায় সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা আশ্রয়নের অফিস ঘরে “উসসাস-পাঠশালা” কার্যক্রমে বিনামূল্যে বই, খাতা, কাঠপেন্সিলসহ বিভিন্ন শিক্ষা সমগ্রী বিতরণ করে শুভ উদ্ভোদন করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।
এসময় উপকূলী সূর্য সামাজিক সংস্থা (উসসাস) এর প্রধান নির্বাহী মোঃ অলিউল্লাহ্ ইমরান এর সভাপতিত্বে ও “উসসাসে’র সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার এর সঞ্চালনায় উদ্ভোদনী অনুষ্ঠান শেষে বাচ্চাদের পাঠদান কর্মসূচি পালিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা ট্রিবিউন এর বরগুনা প্রতিনিধি সাংবাদিক মোঃ ইব্রাহিম সোহেল, সমাজকর্মী মোসাঃ মনি আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস) এর কার্যনির্বাহী সদস্য মোঃ রায়হানসহ অন্যান্য সদস্যবৃন্দ, “উসসাস” এর সেচ্ছাসেবী সদস্য মোসাঃ মেহেরুন নিসা রিয়া, মোসাঃ ইভা, মোঃ জাহিদুল ইসলাম, সেতু দেবী, মোঃ রাজু, মোঃ হৃদয় জমাদ্দার, মোসাঃ জেরিন, তুবা, তাহিয়া, মিষ্টি, মোঃ শান্ত, মোঃ রেজাউল করিম বাবু, মোঃ হামিদুর এবং শিশুদের অভিভাবকবৃন্দ সহ প্রমুখ।
প্রধান নির্বাহী অলিউল্লাহ্ ইমরান বলেন, উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস) “সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ” এই পতিপাদ্যকে সামনে রেখে আজকে থেকে শুরু হয়েছে আমাদের এই কার্যক্রম। অসহায় ও পথশিশুরা যাতে করে খারাপ কাজ থেকে দূরে থেকে সুন্দর সমাজে স্বশিক্ষিত এবং ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে সেই উদ্দেশ্যে দীর্ঘদিন ব্যাপী ‘উসসাস পাঠশালা’র কার্যক্রম শুরু করা হয়েছে। সকলে সহোযোগিতায় এটিকে এগিয়ে নিতে চাই।
বরগুনা সদর উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা বলেন, “উসসাস” এর একটিভ ও সৃজনশীল সেচ্ছাসেবী টিম সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে এটি সত্যি প্রশংসনীয়। উসসাস পাঠশালার কার্যক্রম গত ১৭ অক্টোবর থেকে শুরু হলেও আমার ব্যাস্ততার কারনে আসতে একটু বিলম্ব হয়েছে। তবুও আমি সবসময় পাঠশালা ও শিশুদের খোঁজ খবর রেখেছি। আমার পক্ষ থেকে সার্বিক সহোযোগিতায় ওরা কিছু শিক্ষা সামগ্রী দিয়ে পড়াশোনা কার্যক্রম শুরু করেছে। তবে এখানকার শিশুরাও আগামীর ভবিষ্যৎ গড়তে পারবে। ৫০০ ঘর খাজুরতলা আশ্রায়নের আশেপাশে স্কুল না থাকায় বাচ্চারা ‘উসসাস পাঠশালা’য় এসে কিছুটা হলেও পাঠদান করত শিখতে পারতেছে এজন্য এই উসসাস সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। এই সংস্থার মাধ্যমে এখানে একটি স্কুল করার জন্য ডিসি স্যার কে প্রস্তাব পাঠানো হবে। স্যার এই মহৎ উদ্যোগকে অবশ্যই প্রাধান্য দিবে। তখন বাচ্চারা এখানেই পড়াশোনা করে পরবর্তী থাপে হাইস্কুলে অন্য যায়গায় ভর্তি হতে পারবে। এবং এটি শুধু আমার আর এই সংস্থার পক্ষে সম্ভব নয় যদি আপনারা অভিভাবকরা সকলে সহোযোগিতা না করেন। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্যকুলে সরকারী খাল ভরাটের অভিযোগ প্রভাবশালী ফজল কারিকরের বিরুদ্ধে

বরগুনায় ‘উসসাস পাঠশালা’র উদ্ভোদন অনুষ্ঠানে শিশুদের সাথে কুশলাদি উপজেলা প্রশাসকের

আপডেট সময় ০১:০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
বরগুনায় “সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ” এই পতিপাদ্যকে সামনে রেখে অসহায় ও ছিন্নমূল পথশিশুদের সুন্দর সমাজ গড়তে ও বুঝাতে, পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করতে বরগুনা সদর উপজেলা প্রশাসনের সহোযোগিতায় ও উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস) এর আয়োজনে ‘উসসাস-পাঠশালা’ পাঠদান কার্যক্রমের শুভ উদ্ভোদন শেষে শতাধিক শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা সমগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেল চারটায় সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা আশ্রয়নের অফিস ঘরে “উসসাস-পাঠশালা” কার্যক্রমে বিনামূল্যে বই, খাতা, কাঠপেন্সিলসহ বিভিন্ন শিক্ষা সমগ্রী বিতরণ করে শুভ উদ্ভোদন করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।
এসময় উপকূলী সূর্য সামাজিক সংস্থা (উসসাস) এর প্রধান নির্বাহী মোঃ অলিউল্লাহ্ ইমরান এর সভাপতিত্বে ও “উসসাসে’র সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার এর সঞ্চালনায় উদ্ভোদনী অনুষ্ঠান শেষে বাচ্চাদের পাঠদান কর্মসূচি পালিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা ট্রিবিউন এর বরগুনা প্রতিনিধি সাংবাদিক মোঃ ইব্রাহিম সোহেল, সমাজকর্মী মোসাঃ মনি আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস) এর কার্যনির্বাহী সদস্য মোঃ রায়হানসহ অন্যান্য সদস্যবৃন্দ, “উসসাস” এর সেচ্ছাসেবী সদস্য মোসাঃ মেহেরুন নিসা রিয়া, মোসাঃ ইভা, মোঃ জাহিদুল ইসলাম, সেতু দেবী, মোঃ রাজু, মোঃ হৃদয় জমাদ্দার, মোসাঃ জেরিন, তুবা, তাহিয়া, মিষ্টি, মোঃ শান্ত, মোঃ রেজাউল করিম বাবু, মোঃ হামিদুর এবং শিশুদের অভিভাবকবৃন্দ সহ প্রমুখ।
প্রধান নির্বাহী অলিউল্লাহ্ ইমরান বলেন, উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস) “সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ” এই পতিপাদ্যকে সামনে রেখে আজকে থেকে শুরু হয়েছে আমাদের এই কার্যক্রম। অসহায় ও পথশিশুরা যাতে করে খারাপ কাজ থেকে দূরে থেকে সুন্দর সমাজে স্বশিক্ষিত এবং ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে সেই উদ্দেশ্যে দীর্ঘদিন ব্যাপী ‘উসসাস পাঠশালা’র কার্যক্রম শুরু করা হয়েছে। সকলে সহোযোগিতায় এটিকে এগিয়ে নিতে চাই।
বরগুনা সদর উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা বলেন, “উসসাস” এর একটিভ ও সৃজনশীল সেচ্ছাসেবী টিম সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে এটি সত্যি প্রশংসনীয়। উসসাস পাঠশালার কার্যক্রম গত ১৭ অক্টোবর থেকে শুরু হলেও আমার ব্যাস্ততার কারনে আসতে একটু বিলম্ব হয়েছে। তবুও আমি সবসময় পাঠশালা ও শিশুদের খোঁজ খবর রেখেছি। আমার পক্ষ থেকে সার্বিক সহোযোগিতায় ওরা কিছু শিক্ষা সামগ্রী দিয়ে পড়াশোনা কার্যক্রম শুরু করেছে। তবে এখানকার শিশুরাও আগামীর ভবিষ্যৎ গড়তে পারবে। ৫০০ ঘর খাজুরতলা আশ্রায়নের আশেপাশে স্কুল না থাকায় বাচ্চারা ‘উসসাস পাঠশালা’য় এসে কিছুটা হলেও পাঠদান করত শিখতে পারতেছে এজন্য এই উসসাস সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। এই সংস্থার মাধ্যমে এখানে একটি স্কুল করার জন্য ডিসি স্যার কে প্রস্তাব পাঠানো হবে। স্যার এই মহৎ উদ্যোগকে অবশ্যই প্রাধান্য দিবে। তখন বাচ্চারা এখানেই পড়াশোনা করে পরবর্তী থাপে হাইস্কুলে অন্য যায়গায় ভর্তি হতে পারবে। এবং এটি শুধু আমার আর এই সংস্থার পক্ষে সম্ভব নয় যদি আপনারা অভিভাবকরা সকলে সহোযোগিতা না করেন। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।