মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে অজ্ঞাত তরুণীর (২২-২৪) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৭ টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস লেনে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, (ক্রাইম সিন থেকে মরদেহ এখনই সরিয়ে নেওয়া হয়নি।) আমরা পিবিআই পুলিশ কর্মকর্তাদের জন্য অপেক্ষা করছি। তারা এসে ঘটনার তদন্ত করবে।”
এদিকে, মরদেহের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার হয়েছে বলে জানান তিনি।