ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীনগরে জোড় পূর্বক ওয়ারিশের সম্পত্তি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে জোড় পূর্বক পৈত্রিক ওয়ারিশের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।

উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর বৌবাজার এলাকায় এই সম্পত্তি দখলের অভিযোগ উঠে ঐ এলাকার টুটুল মৃধা ও আরশ ঢালী গংয়ের বিরুদ্ধে।

অভিযোগ সুত্রে জানা যায়, রাঢ়ীখাল মৌজার সিএস ২৫২ ও আরএস ১৭৬১ দাগের সাড়ে নয় শতাংশ সম্পত্তি ভুক্তভোগী রাতুল বেপারী পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক। ঐ সম্পত্তির ২৩ শতাংশ পুরোটাই  মাতার ওয়ারিশ সুত্রে মালিকানা দাবি করে জোড় পূর্বক দখল করে নেয় মৃত শামসুল হক মৃধার ছেলে টুটুল মৃধা, মৃত চিনু ঢালীর ছেলে আরশ ঢালী ও সাগর ঢালীগং। ভুক্তভোগী রাতুল বেপারী স্থানীয়ভাবে একাধিকবার শালিস ডেকে মীমাংসার চেষ্টা করলেও টুটুল মৃধাগং কোন শালিস মীমাংসা মানেনি। সম্পত্তির দখল ছাড়তে বলে উল্টো টুটুল মৃধাগং ভুক্তভোগীকে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে।

এব্যাপারে অভিযুক্ত আরশ ঢালী জানান, আমার দুই মামাসহ মা খালারা চার বোন রাঢ়ীখাল মৌজার ২৫১ ও ২৫২ দাগের সম্পত্তি পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক। দুলাল মামা একাই আমাদের ওয়ারিশের এক দাগের ১৮ শতাংশ সম্পত্তি খালাতো ভাই টুটুল মৃধার কাছে বিক্রি করে দিয়েছে। এজন্য আমরা চার পরিবার নানার ওয়ারিশ সুত্রে এই সম্পত্তি ভোগদখলে আছি।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা তাদের আপন ভাই বোনদের ব্যাপার। এবিষয়ে কোন পক্ষই মীমাংসার জন্য আমার কাছে আসে নাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর থেকে চুরি হওয়া গরু ফরিদপুরে জনতার হাতে চোর সহ আটক

শ্রীনগরে জোড় পূর্বক ওয়ারিশের সম্পত্তি দখলের অভিযোগ

আপডেট সময় ০৩:৪৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

মুন্সীগঞ্জের শ্রীনগরে জোড় পূর্বক পৈত্রিক ওয়ারিশের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।

উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর বৌবাজার এলাকায় এই সম্পত্তি দখলের অভিযোগ উঠে ঐ এলাকার টুটুল মৃধা ও আরশ ঢালী গংয়ের বিরুদ্ধে।

অভিযোগ সুত্রে জানা যায়, রাঢ়ীখাল মৌজার সিএস ২৫২ ও আরএস ১৭৬১ দাগের সাড়ে নয় শতাংশ সম্পত্তি ভুক্তভোগী রাতুল বেপারী পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক। ঐ সম্পত্তির ২৩ শতাংশ পুরোটাই  মাতার ওয়ারিশ সুত্রে মালিকানা দাবি করে জোড় পূর্বক দখল করে নেয় মৃত শামসুল হক মৃধার ছেলে টুটুল মৃধা, মৃত চিনু ঢালীর ছেলে আরশ ঢালী ও সাগর ঢালীগং। ভুক্তভোগী রাতুল বেপারী স্থানীয়ভাবে একাধিকবার শালিস ডেকে মীমাংসার চেষ্টা করলেও টুটুল মৃধাগং কোন শালিস মীমাংসা মানেনি। সম্পত্তির দখল ছাড়তে বলে উল্টো টুটুল মৃধাগং ভুক্তভোগীকে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে।

এব্যাপারে অভিযুক্ত আরশ ঢালী জানান, আমার দুই মামাসহ মা খালারা চার বোন রাঢ়ীখাল মৌজার ২৫১ ও ২৫২ দাগের সম্পত্তি পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক। দুলাল মামা একাই আমাদের ওয়ারিশের এক দাগের ১৮ শতাংশ সম্পত্তি খালাতো ভাই টুটুল মৃধার কাছে বিক্রি করে দিয়েছে। এজন্য আমরা চার পরিবার নানার ওয়ারিশ সুত্রে এই সম্পত্তি ভোগদখলে আছি।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা তাদের আপন ভাই বোনদের ব্যাপার। এবিষয়ে কোন পক্ষই মীমাংসার জন্য আমার কাছে আসে নাই।