আওয়ামী লীগের মতো স্বৈরাচার শাসন ব্যবস্থা বাংলাদেশে আর আসতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন, কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
রোববার ( ১৭ নভেম্বর) বিকালে ফরিদপুরের নগরকান্দার কোনাগ্রামে উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
শহীদুল ইসলাম বাবুল বলেন, এদেশ থেকে আওয়ামীলীগ উচ্ছেদ হয়েছে ঠিকই কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে আছে, তাদেরকে বিচার করা হবে।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নগরকান্দা পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান, নগরকান্দা-সালথা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব মুন্সী, উপজেলা কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন মোল্ল্যা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ইয়াদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা সাইফুল আলম শান্ত, পৌর কৃষক দলের সভাপতি জাহিদুর ইসলাম অনিক, সাধারণ সম্পাদক মুন্সি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা শফিকুর রহমান মিঠু, এ্যাড. হাফিজুর রহমান সহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।