ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীনগরে জোড় পূর্বক বসতবাড়ীর জায়গায় দখলের অভিযোগ

 মুন্সীগঞ্জের শ্রীনগরে জোড় পূর্বক বসতবাড়ির জায়গা দখলের অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার উপজেলার পাটাভোগ ইউনিয়নের পাটাভোগ গ্রামের মোসলেম শেখগংয়ের বিরুদ্ধে এ জায়গা দখলের অভিযোগ উঠে। এঘটনায় ভুক্তভোগী সোরহবার শেখ বাদী হয়ে মোসলেম শেখসহ ৬জনকে বিবাদী করে থানায় একটি লিখিত করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, পাটাভোগ মৌজার সাড়ে ২০শতাংশ বসতবাড়ীর জায়গা সোহরাব শেখ ক্রয় সুত্রে মালিক হয়ে ভোগদখলে থাকাবস্থায় প্রতিবেশী মোসলেম শেখ, আসাদুল,সনজিত, আকাশ চিনি বেগম ও জোনাকি বেগমগং দীর্ঘদিন যাবৎ জোড় পূর্বক দখলের পায়তারা করে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিবার

শালিস মীমাংসার মাধ্যমে মাপঝোগ করে সীমানা নির্ধারণ করা হয়। কিন্তু মোসলেম শেখগং স্থানীয় কোন শালিস মীমাংসা না মেনে দখলের পায়তারা অব্যাহত রাখে। এতে ভুক্তভোগী সোহরাব শেখ ও তার স্ত্রী বাধা দিলে তাদেরকে মারধর করে আহত করে এবং উল্টো সীমানার খুটি তুলে ফেলে দিয়ে সোহরাব শেখের বিরুদ্ধে দেওয়ানী মোকদ্দমা নং ৮২/২২ দায়ের করেন তাকে হয়রানী করে আসছে।

এব্যাপারে মোসলেম শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি স্থানীয় মাদবররা মীমাংসা করে দিবে বলেন জানিয়েছে।

শ্রীনগর থানার এএসআই আব্দুল আজিজ বলেন, এবিষয়ে একটি

অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্যকুলে সরকারী খাল ভরাটের অভিযোগ প্রভাবশালী ফজল কারিকরের বিরুদ্ধে

শ্রীনগরে জোড় পূর্বক বসতবাড়ীর জায়গায় দখলের অভিযোগ

আপডেট সময় ০১:১৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

 মুন্সীগঞ্জের শ্রীনগরে জোড় পূর্বক বসতবাড়ির জায়গা দখলের অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার উপজেলার পাটাভোগ ইউনিয়নের পাটাভোগ গ্রামের মোসলেম শেখগংয়ের বিরুদ্ধে এ জায়গা দখলের অভিযোগ উঠে। এঘটনায় ভুক্তভোগী সোরহবার শেখ বাদী হয়ে মোসলেম শেখসহ ৬জনকে বিবাদী করে থানায় একটি লিখিত করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, পাটাভোগ মৌজার সাড়ে ২০শতাংশ বসতবাড়ীর জায়গা সোহরাব শেখ ক্রয় সুত্রে মালিক হয়ে ভোগদখলে থাকাবস্থায় প্রতিবেশী মোসলেম শেখ, আসাদুল,সনজিত, আকাশ চিনি বেগম ও জোনাকি বেগমগং দীর্ঘদিন যাবৎ জোড় পূর্বক দখলের পায়তারা করে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিবার

শালিস মীমাংসার মাধ্যমে মাপঝোগ করে সীমানা নির্ধারণ করা হয়। কিন্তু মোসলেম শেখগং স্থানীয় কোন শালিস মীমাংসা না মেনে দখলের পায়তারা অব্যাহত রাখে। এতে ভুক্তভোগী সোহরাব শেখ ও তার স্ত্রী বাধা দিলে তাদেরকে মারধর করে আহত করে এবং উল্টো সীমানার খুটি তুলে ফেলে দিয়ে সোহরাব শেখের বিরুদ্ধে দেওয়ানী মোকদ্দমা নং ৮২/২২ দায়ের করেন তাকে হয়রানী করে আসছে।

এব্যাপারে মোসলেম শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি স্থানীয় মাদবররা মীমাংসা করে দিবে বলেন জানিয়েছে।

শ্রীনগর থানার এএসআই আব্দুল আজিজ বলেন, এবিষয়ে একটি

অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।