ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণ : দুই দিনেও মেলেনি খোঁজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সিএনজিতে তুলে নিয়ে অপহরণের অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ নভেম্বর) দুপুরে ছাত্রীর মা লাকী আকতার বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার দুইদিন পর হয়ে গেলেও স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অপহৃত শিক্ষার্থীর সহপাঠী ও পরিবার সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া  উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ইসমত জাহান মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা দেয়। স্কুল বিরতির সময়ে বাড়ীতে গিয়ে দুপুরের খাবারশেষে পুনরায় সহপাঠীদের সাথে স্কুলে আসার পথে কাজী তকি মিয়াজি বাড়ী নামক এলাকায় পৌছঁলে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবদুস সোবহান মেম্বার বাড়ীর নেজাম উদ্দিনের পুত্র আবিদ হাসান রকি তার ৪ সহযোগীকে নিয়ে স্কুলছাত্রীর গতিরোধ করে। একপর্যায়ে তারা ইসমত জাহানকে জোর করে একটি সিএনজি অটোরিক্সায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরে সহপাঠীরা ঘটনার খবরটি স্কুলের প্রধান শিক্ষক ও পরিবারকে জানালে, তার পরিবার বিভিন্নস্থানে খোঁজ করার পর সন্ধান না পেয়ে ১৪ নভেম্বর অপহৃত মা লাকী আকতার বাদী হয়ে রকিকে আসামি করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। কিন্তু অজ্ঞাত কারণে মামলাটি নিখোঁজ মর্মে অভিযোগ হিসেবে নেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা।
এবিষয়ে অপহৃত শিক্ষার্থীর মা লাকী আকতার বলেন, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে মধ্যম সরফভাটার রাস্তা থেকে একটি সিএনজি অটোরিক্সায় করে আমার মেয়েকে তুলে নেয় বখাটে রকি ও তার সহযোগীরা। দুই দিন পর হয়ে গেলেও এখন পর্যন্ত আমার মেয়ের সন্ধান মেলেনি। পুলিশ বলছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
সরফভাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া জানান, স্কুল আসার পথে তার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করছেন। পাশাপাশি ছেলে-মেয়েদের স্কুল আসা-যাওয়ার নিরাপত্তা দাবি করছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই মো. নুর উদ্দিন মুঠোফোনে বলেন, ভিকটিমের মা বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে তথ্যসূত্রে নিশ্চিত হই যে, ভিকটিমকে ‘নিখোঁজ নয় অপহরণ করা হয়েছে ‘ তাই অভিযোগটি অপহরণ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আমরা স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর থেকে চুরি হওয়া গরু ফরিদপুরে জনতার হাতে চোর সহ আটক

রাঙ্গুনিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণ : দুই দিনেও মেলেনি খোঁজ

আপডেট সময় ০৩:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সিএনজিতে তুলে নিয়ে অপহরণের অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ নভেম্বর) দুপুরে ছাত্রীর মা লাকী আকতার বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার দুইদিন পর হয়ে গেলেও স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অপহৃত শিক্ষার্থীর সহপাঠী ও পরিবার সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া  উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ইসমত জাহান মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা দেয়। স্কুল বিরতির সময়ে বাড়ীতে গিয়ে দুপুরের খাবারশেষে পুনরায় সহপাঠীদের সাথে স্কুলে আসার পথে কাজী তকি মিয়াজি বাড়ী নামক এলাকায় পৌছঁলে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবদুস সোবহান মেম্বার বাড়ীর নেজাম উদ্দিনের পুত্র আবিদ হাসান রকি তার ৪ সহযোগীকে নিয়ে স্কুলছাত্রীর গতিরোধ করে। একপর্যায়ে তারা ইসমত জাহানকে জোর করে একটি সিএনজি অটোরিক্সায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরে সহপাঠীরা ঘটনার খবরটি স্কুলের প্রধান শিক্ষক ও পরিবারকে জানালে, তার পরিবার বিভিন্নস্থানে খোঁজ করার পর সন্ধান না পেয়ে ১৪ নভেম্বর অপহৃত মা লাকী আকতার বাদী হয়ে রকিকে আসামি করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। কিন্তু অজ্ঞাত কারণে মামলাটি নিখোঁজ মর্মে অভিযোগ হিসেবে নেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা।
এবিষয়ে অপহৃত শিক্ষার্থীর মা লাকী আকতার বলেন, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে মধ্যম সরফভাটার রাস্তা থেকে একটি সিএনজি অটোরিক্সায় করে আমার মেয়েকে তুলে নেয় বখাটে রকি ও তার সহযোগীরা। দুই দিন পর হয়ে গেলেও এখন পর্যন্ত আমার মেয়ের সন্ধান মেলেনি। পুলিশ বলছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
সরফভাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া জানান, স্কুল আসার পথে তার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করছেন। পাশাপাশি ছেলে-মেয়েদের স্কুল আসা-যাওয়ার নিরাপত্তা দাবি করছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই মো. নুর উদ্দিন মুঠোফোনে বলেন, ভিকটিমের মা বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে তথ্যসূত্রে নিশ্চিত হই যে, ভিকটিমকে ‘নিখোঁজ নয় অপহরণ করা হয়েছে ‘ তাই অভিযোগটি অপহরণ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আমরা স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।