বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে বিএনপি।
আজ রোববার (১০ নভেম্বর) দুপুরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকা থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের জেলা বিএনপির কার্যালয় শহীদ চত্ত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশনেয় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী। পরে সুপার মার্কেট মুন টাওয়ার এলাকায় পৌছে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ। বক্তব্যে তিনি বলেন, ৭নভেম্বর বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের গৌরবের দিন। এইদিনকে সবার স্বরণ রাখতে হবে। তারেক রহমানের নির্দেশে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, আওয়ামীলীগের প্রেতাত্মারা এখনো ঘুরে বেরচ্ছে। তাদের বিষয়ে জাতীয়তাবাদী দলের সবাইকে মাঠে থাকতে হবে।
মুন্সিগঞ্জ শহর বিএনপির আহ্বায়ক এরাদত হোসেন মানুর সভাপতিত্বে কর্মসূচিতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ফকির, জেলা যুবদলের আহবায়ক মজিবুর দেওয়ান,সদস্য সচিব মাসুদ রানা,জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম সেচ্ছাসেবকদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেয়।