নেত্রকোণার মোহনগঞ্জে জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ দুই নারীকে আটক করেছে যৌথবাহিনী। সম্পর্কে তারা শ্বাশুড়ি ও পুত্রবধূ।
এসময় তাদের কাছ থেকে ২ হাজার জাল টাকা, ৪টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ৪টি রামদা, ৩টি ছুরি, ৫টি চাকু, ১৬টি মোবাইল ফোন, ৪টি সিম ও নগদ ৩০ হাজার ৭০০ উদ্ধার করা হয়।
রবিবার সকালে মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, পৌরশহরের কাজিয়াটি গ্রামের শিউলী আক্তার (৪০) ও মদিনা আকন্দ (১৮)।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজিয়াটি গ্রামের মাদক ব্যবসায়ী ফয়সালকে আটক করতে শনিবার দিবাগত রাতে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযান টের পেয়ে ফয়সাল পালিয়ে যায়। পরে ঘরে তল্লাশি চালিয়ে ২ হাজার জাল টাকা, ৪টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ৪টি রামদা, ৩টি ছুরি, ৫টি চাকু, ১৬টি মোবাইল ফোন, ৪টি সিম ও নগদ ৩০ হাজার ৭০০ টাকা পাওয়া যায়। পরে ফয়সালের মা শিউলী আক্তার ও স্ত্রী মদিনা আকন্দকে আটক করে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও টাকা থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।