নীলফামারীর জলঢাকা উপজেলায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ নভেম্বর ) সকালে দিনব্যাপী বন্ধু মহল ফাউন্ডেশন ও এসএসসি ৯৫ ব্যাচের আয়োজনে জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এই চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন্ধু মহল ফাউন্ডেশন ও এসএসসি ৯৫ ব্যাচ পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুজ্জামান শাহিদ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সম্পাদক নুর আমিন, ফারজানা নুপুর, জাহিদুল ইসলাম, আসাদুজ্জামান মিলন প্রমুখ। এ উপলক্ষে বন্ধু মহল ফাউন্ডেশন ও এসএসসি ৯৫ ব্যাচের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, রংপুর চক্ষু হাসপাতালের এমডি বুলবুল আহম্মেদ, সেক্রেটারি জাহিদ, ডাঃ সামিউল ইসলাম, বন্ধু মহল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ , তথ্য ও সম্প্রচার সম্পাদক মোশফিকুর রহমান মিজু প্রমুখ। রংপুর চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় উপজেলার ১৫০ জন রোগী চক্ষু সেবা গ্রহণ করে। এরমধ্যে ৫২ জন চক্ষু রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য রংপুর চক্ষু হাসপাতালে নেওয়া হয়।
জলঢাকায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
- ওমর ফারুক, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
- আপডেট সময় ০৩:৫২:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ