ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোণায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক তিন মদক ব্যবসায়ী

নেত্রকোণার মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে  আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)। তাদেরকে মদন থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সেনাবাহিনী  সূত্রে জানা গেছে, আটককৃত ব্যাক্তিরা এলাকায় মাদক ও চোরাচালানের কারবার করে আসছে। সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার ভোরে কদমতলী এলাকায় অভিযান করে। অভিযানে ৩ জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছে থেকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করেন। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর জানান, ‘ মাদক ও চোরাচালানের সংবাদের প্রেক্ষিতে যৌথ অভিযান করা হয়েছে। একটি রাইফেলসহ তিন ব্যাক্তিকে আটক করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা মাদক চোরাচালানের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক ভাবে স্বীকার করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।’
সেনা কর্মকর্তা আরও জানান, আটকদের মদন থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জানতে মদন থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দে’কে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর থেকে চুরি হওয়া গরু ফরিদপুরে জনতার হাতে চোর সহ আটক

নেত্রকোণায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক তিন মদক ব্যবসায়ী

আপডেট সময় ০৩:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
নেত্রকোণার মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে  আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)। তাদেরকে মদন থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সেনাবাহিনী  সূত্রে জানা গেছে, আটককৃত ব্যাক্তিরা এলাকায় মাদক ও চোরাচালানের কারবার করে আসছে। সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার ভোরে কদমতলী এলাকায় অভিযান করে। অভিযানে ৩ জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছে থেকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করেন। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর জানান, ‘ মাদক ও চোরাচালানের সংবাদের প্রেক্ষিতে যৌথ অভিযান করা হয়েছে। একটি রাইফেলসহ তিন ব্যাক্তিকে আটক করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা মাদক চোরাচালানের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক ভাবে স্বীকার করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।’
সেনা কর্মকর্তা আরও জানান, আটকদের মদন থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জানতে মদন থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দে’কে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।