মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের এক সালিশী বৈঠকে দুইজনকে মারধরের অভিযোগ উঠেছে জিয়াউল আলম গংদের বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলি গ্রামে এই ঘটনা ঘটে। এতে আহতরা হলেন কাঠালতলি গ্রামের আবুল খায়েরের ছেলে সারোয়ার হোসেন রিপন ও তার ছেলে আলিফ।
আহতের স্ত্রী বিলকিস আক্তার কলি জানান, জিয়াউল আলমদের সাথে দীর্ঘদিন থেকেই বাড়ির জমি নিয়ে বিরোধ চলছে। আজ স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু আমাদের বিরোধ মীমাংসার জন্য সালের বৈঠক ডাকেন। সালিশ বৈঠকের এক পর্যায়ে জিয়াউল আলমের ভাড়াটে সন্ত্রাসী বাহিনী আমার স্বামী ও ছেলের উপর হামলা করে রক্তাক্ত যখম করে। পরে আমাদের ডাকে স্থানীয়রা এগিয়ে এসে আমার স্বামী ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। আমার স্বামীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে জানতে জৈনসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদুর মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও সে ফোন রিসিভ করেননি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।