ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অটো রিক্সা ছিনতাইকালে দুই ছিনতাইকারী আটক

অটোরিক্সা ছিনতায় কালে দুই ছিনতাইকারি ৯নং কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রাম বাসীর হাতে আটক। আটকৃত ছিনতাইকারীর নাম জলিল ৩৫, পিতা লাতু সদাগর, সিপাত ২০, পিতা জাহাঙ্গীর উভর গ্রাম ৫নং শুভপুর ইউনিয়নের উনকোট গ্রাম বলে জানান।
অটো রিক্সা চালক কোমার ডোগা গ্রামের কাজী আব্দুল হামিদের ছেলে নাহিদ জানান শনিবার রাত ৮টার সময় তারাশাইল বাজার সিএনজি স্টান্ড থেকে যাত্রী বেশে তিন ছিনতাইকারী একতা বাজার যাওয়ার কথা বলে ১৫০ টাকা ভাড়া করে গাড়িতে উঠে। মাসকরা মধ্যমপাড়া যাওয়ার পর হঠাৎ ছিনতাইকারীরা নাহিদের মুখে গামছা দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে অটো রিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় অটো ড্রাইভার নাহিদের চিৎকারের আওয়াজ শুনে গ্রামবাসী এগিয়ে এসে দাওয়া করে মাসকরা মাদ্রাসার সামনে থেকে দুইজন ছিনতাইকারী কে আটক করে অটো সহ ছিনতাইকারীদের কে কোমার ডোগা নিয়ে আসে। এসময় একজন ছিনতাইকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা ৯নং কনকপৈত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মীর হোসেন কে ফোনে খবর দিলে চেয়ারম্যান এসে কনকাপৈত পুলিশ পাড়িঁতে খবর দিলে পাড়ি থানার ভারপ্রাপ্ত ওসি মফিজুর রহমান এসে অটো রিক্সাসহ দুই চিন্তায়কারীকে পৌনে বারোটার সময় থানায় নিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রচারণা শুরু করেন ১৫ আসনের নয়নের মনি মামুন হাসান ঢাকায় আলোচনার কেন্দ্রবিন্দু

অটো রিক্সা ছিনতাইকালে দুই ছিনতাইকারী আটক

আপডেট সময় ০২:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

অটোরিক্সা ছিনতায় কালে দুই ছিনতাইকারি ৯নং কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রাম বাসীর হাতে আটক। আটকৃত ছিনতাইকারীর নাম জলিল ৩৫, পিতা লাতু সদাগর, সিপাত ২০, পিতা জাহাঙ্গীর উভর গ্রাম ৫নং শুভপুর ইউনিয়নের উনকোট গ্রাম বলে জানান।
অটো রিক্সা চালক কোমার ডোগা গ্রামের কাজী আব্দুল হামিদের ছেলে নাহিদ জানান শনিবার রাত ৮টার সময় তারাশাইল বাজার সিএনজি স্টান্ড থেকে যাত্রী বেশে তিন ছিনতাইকারী একতা বাজার যাওয়ার কথা বলে ১৫০ টাকা ভাড়া করে গাড়িতে উঠে। মাসকরা মধ্যমপাড়া যাওয়ার পর হঠাৎ ছিনতাইকারীরা নাহিদের মুখে গামছা দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে অটো রিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় অটো ড্রাইভার নাহিদের চিৎকারের আওয়াজ শুনে গ্রামবাসী এগিয়ে এসে দাওয়া করে মাসকরা মাদ্রাসার সামনে থেকে দুইজন ছিনতাইকারী কে আটক করে অটো সহ ছিনতাইকারীদের কে কোমার ডোগা নিয়ে আসে। এসময় একজন ছিনতাইকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা ৯নং কনকপৈত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মীর হোসেন কে ফোনে খবর দিলে চেয়ারম্যান এসে কনকাপৈত পুলিশ পাড়িঁতে খবর দিলে পাড়ি থানার ভারপ্রাপ্ত ওসি মফিজুর রহমান এসে অটো রিক্সাসহ দুই চিন্তায়কারীকে পৌনে বারোটার সময় থানায় নিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানা যায়।