মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার রাজানগর ইউনিয়নের ইউনিয়নের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন তিনি। এসময় তিনি প্রতিটি পূজা মন্ডপ পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মোঃ আওলাদ হোসেন উজ্জল, জেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ জসিম উদ্দিন খান খোকনসহ শ্রীনগর এবং সিরাজদিখান উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।