শরীয়তপুরে বাল্কহেডের মধাক্কায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুর একাংশ ভেঙে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় বাল্কহেডসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনতা।
বুধবার (২ অক্টোবর) সকালে শরীয়তপুরের নড়িয়া বাজার সংলগ্ন নির্মাণাধীন ফুট বেইলি সেতুতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছর ডিসেম্বর মাসে পুরোনো সেতু ভেঙে নদীর ওপর ফুট বেইলি সেতু নির্মাণ শুরু করা হয়। বুধবার সকাল ৯টার দিকে একটি বালুভর্তি বাল্কহেড সেতুটির নিচ দিয়ে যাওয়ার সময় এর পিলারের ধাক্কা দেয়। এতে সেতুর একটি অংশ ভেঙে পড়ে। এ সময় সেতুর ওপরে কর্মরত অবস্থায় থাকা এক নির্মাণ শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা বাল্কহেডের চালক মো. হাসান হাওলাদার (৩০) ও সোহেল কিবরিয়া (২৬) নামে দুইজনকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বাল্কহেডটিও জব্দ করেছে পুলিশ।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন মোল্লা বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।