অভিন্ন সার্ভিস কোড ও সকল অনিয়মিত শ্রমিকদের চাকুরী নিয়মিতকরণের দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (৩০ শে সেপ্টেম্বর) দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতি, ফরিদপুরের বিভিন্ন অফিসের কয়েক শত কর্মকর্তা কর্মচারী ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে তাদের দাবী জানান।
মানববন্ধনে জিএম, ডিজিএম, এজিএম সহ ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৬৫০ জন কর্মকর্তা ও কর্মচারি অংশ নেন।
মানববন্ধনকারীরা জানান, বিআরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে অভিন্ন সার্ভিস কোড চালু করা হোক। এছাড়াও পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত অনিয়মিত শ্রমিকদের চাকুরী নিয়মিতকরণ করার জোরালো দাবি জানান তারা।