ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মার ভাঙনে ভিটেমাটি হারা ২৫০ পরিবার, স্কুলসহ  ঝুঁকিতে আরো ৩০০ বসত বিটা 

এক সপ্তাহ ধরে ভাঙন দেখা দিয়েছে পদ্মা নদীতে। ভাঙনে এখন পর্যন্ত ভিটেমাটি হারিয়েছেন ২৫০টির বেশি পরিবার। এখনো ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও ৩০০ পরিবারসহ একটি স্কুল ও কয়েকটি মসজিদসহ বিস্তীর্ণ চর এলাকার কৃষি জমি।
ভাঙন কবলিত এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন যাবৎ পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজিংয়ের (খননযন্ত্র) মাধ্যমে বালু উত্তোলনের ফলে ভাঙন দেখা দিয়েছে পদ্মা সেতুর অদূরবর্তী পাইনপাড়া এলাকায়।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া এলাকায় গিয়ে এমন তথ্য পাওয়া যায়।
স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নে পদ্মা সেতুর ৫০০ মিটার ভাটিতে পাইনপাড়া এলাকার মাঝি কান্দি ও আহম্মদ মাদবর কান্দি গ্রাম নামে একটি চরের অবস্থান। প্রায় ২৫ বছর আগে বিভিন্ন সময় নদী ভাঙা ও ছিন্নমূল প্রায় ২০ হাজার মানুষ চরটিতে বসতি স্থাপন করে। নদীতে মাছ ধরা ও চরের বিস্তীর্ণ জমিতে কৃষিকাজ করেই চরের এসব বাসিন্দারা জীবিকা নির্বাহ করত। দীর্ঘদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে পদ্মা নদী থেকে প্রভাবশালী একটি চক্র ৩০ থেকে ৪০টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে থাকে। স্থানীয়দের বাঁধা ও প্রশাসনের অভিযান পরিচালনা সত্বেও প্রভাবশালী চক্র তা আমলে নেয়নি। বালু উত্তোলনের ফলে মাঝি কান্দি ও আহম্মদ মাদবর কান্দি গ্রামের হাকিম আলী মজুমদারের বাড়ি থেকে মতি মাঝির বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা ভাঙনের শিকার হয়েছে। গত এক সপ্তাহে পদ্মার ভাঙনের শিকার হয়ে চরটির কমপক্ষে ২৫০টি পরিবার মাঝির ঘাট এলাকাসহ অন্যত্র সরিয়ে নিয়েছেন। এখনো ভাঙনের ঝুঁকিতে রয়েছে পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মজসিদসহ প্রায় ৩০০ বাড়িঘর। সরকারি হস্তক্ষেপে নদী থেকে অবৈধ ড্রেজিং বন্ধ করে দ্রুত ভাঙন প্রতিরোধ করা না গেলে পদ্মা নদীতে নিশ্চিহ্ন হয়ে যাবে চারদিকে পদ্মা নদী বেষ্টিত পদ্মা সেতুর অদূরবর্তী পাইনপাড়ার মাঝি কান্দি ও আহম্মদ মাদবর কান্দি গ্রাম।
মাঝি কান্দি গ্রামের আনোয়ার মাঝি বলেন, চরে আমাদের ৩০ বিঘা জমি ছিল। এবারের ভাঙনে ২০ বিঘা জমি নদীতে চলে গেছে। পদ্মার ভাঙন আমার বাড়ির নিকটবর্তী স্থানে চলে আসায় বাড়ি ঘর ভেঙে অন্যত্র নিয়ে যাচ্ছি। ভাঙনে চরের প্রায় ২৫০ পরিবার ওই এলাকার সরকারি জমিতে ঘর তুলতেছেন। সেখানে সরকার কতদিন আমাদেরকে থাকতে দেবেন, তা আমরা জানি না। আমরা চাই সরকার দ্রুত নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করুক।
ইদ্রিস মজুমদার নামে একজন বলেন, ভাঙনে জায়গা-জমি, ভিটেবাড়ি যা ছিল, সব পদ্মায় নিয়ে গেছে। ছেলে-মেয়ে নিয়ে ডাল-ভাত খাওয়ার উপায়ও আমাদের এখন নেই।
শহরবানু নামে এক বৃদ্ধ নারী  বলেন, নদী ভাঙতে ভাঙতে এখন আমরা পথের ফকির হয়ে গেছি। এত ভাঙন এখন আর শরীরে সয় না। বুড়ো মানুষগুলোর শরীরে শক্তিও নাই। পায়ের তলায় মাটি নেই, কই যাব, কী করব? চুলা নাই, কোথায় রান্না করব? আল্লাহ জানে আর আমরা জানি, কী কষ্ট করছি। আর কেউ বুঝবে না।
ফজলু মাঝি নামে এক বৃদ্ধ  বলেন, গ্রামটিতে প্রায় ৫০০ পরিবারের বসতি ছিল। সব দিক থেকেই পদ্মা ভাঙতেছে। ২৫০ টি বাড়ি পদ্মার গর্ভে হারিয়ে গেছে। এখন আমার থাকার মতো কোনো জায়গা নেই। বাড়িঘর ভেঙে সরকারি জায়গায় চলে যাচ্ছি। সরকার থাকতে দিলে থাকতে পারব, অন্যথায় পথে পথে থাকতে হবে। সরকার যদি বালু কাটা বন্ধ করত, তবে ভাঙন থামত।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী দেওয়ান রকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, পাইনপাড়া এলাকাটি পদ্মার মধ্যবর্তী একটি চর। যখনই পাইনপাড়ায় ভাঙন দেখা দিয়েছে, তখনই আমরা বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং ও প্লেসিং করে ভাঙনরোধে কাজ করেছি। পাইনপাড়া এলাকাটিতে ভাঙনরোধ করতে আমরা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।
শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুদ্দিন গিয়াস গণমাধ্যমকে বলেন, পদ্মা নদী থেকে বালু উত্তোলনের জন্য কাউকে লাইসেন্স প্রদান করা হয়নি। এরপরেও একটি কুচক্রী মহল রাতের আধারে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করত। বালু উত্তোলনকারী মহলের বিরুদ্ধে জাজিরা উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাও রুজু করেছে। পদ্মার ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

নড়িয়ায় বাল্কহেডের ধাক্কায় নির্মাণাধীন বেইলি সেতু ভেঙে এক নির্মাণ শ্রমিক আহত

পদ্মার ভাঙনে ভিটেমাটি হারা ২৫০ পরিবার, স্কুলসহ  ঝুঁকিতে আরো ৩০০ বসত বিটা 

আপডেট সময় ১২:৪৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
এক সপ্তাহ ধরে ভাঙন দেখা দিয়েছে পদ্মা নদীতে। ভাঙনে এখন পর্যন্ত ভিটেমাটি হারিয়েছেন ২৫০টির বেশি পরিবার। এখনো ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও ৩০০ পরিবারসহ একটি স্কুল ও কয়েকটি মসজিদসহ বিস্তীর্ণ চর এলাকার কৃষি জমি।
ভাঙন কবলিত এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন যাবৎ পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজিংয়ের (খননযন্ত্র) মাধ্যমে বালু উত্তোলনের ফলে ভাঙন দেখা দিয়েছে পদ্মা সেতুর অদূরবর্তী পাইনপাড়া এলাকায়।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া এলাকায় গিয়ে এমন তথ্য পাওয়া যায়।
স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নে পদ্মা সেতুর ৫০০ মিটার ভাটিতে পাইনপাড়া এলাকার মাঝি কান্দি ও আহম্মদ মাদবর কান্দি গ্রাম নামে একটি চরের অবস্থান। প্রায় ২৫ বছর আগে বিভিন্ন সময় নদী ভাঙা ও ছিন্নমূল প্রায় ২০ হাজার মানুষ চরটিতে বসতি স্থাপন করে। নদীতে মাছ ধরা ও চরের বিস্তীর্ণ জমিতে কৃষিকাজ করেই চরের এসব বাসিন্দারা জীবিকা নির্বাহ করত। দীর্ঘদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে পদ্মা নদী থেকে প্রভাবশালী একটি চক্র ৩০ থেকে ৪০টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে থাকে। স্থানীয়দের বাঁধা ও প্রশাসনের অভিযান পরিচালনা সত্বেও প্রভাবশালী চক্র তা আমলে নেয়নি। বালু উত্তোলনের ফলে মাঝি কান্দি ও আহম্মদ মাদবর কান্দি গ্রামের হাকিম আলী মজুমদারের বাড়ি থেকে মতি মাঝির বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা ভাঙনের শিকার হয়েছে। গত এক সপ্তাহে পদ্মার ভাঙনের শিকার হয়ে চরটির কমপক্ষে ২৫০টি পরিবার মাঝির ঘাট এলাকাসহ অন্যত্র সরিয়ে নিয়েছেন। এখনো ভাঙনের ঝুঁকিতে রয়েছে পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মজসিদসহ প্রায় ৩০০ বাড়িঘর। সরকারি হস্তক্ষেপে নদী থেকে অবৈধ ড্রেজিং বন্ধ করে দ্রুত ভাঙন প্রতিরোধ করা না গেলে পদ্মা নদীতে নিশ্চিহ্ন হয়ে যাবে চারদিকে পদ্মা নদী বেষ্টিত পদ্মা সেতুর অদূরবর্তী পাইনপাড়ার মাঝি কান্দি ও আহম্মদ মাদবর কান্দি গ্রাম।
মাঝি কান্দি গ্রামের আনোয়ার মাঝি বলেন, চরে আমাদের ৩০ বিঘা জমি ছিল। এবারের ভাঙনে ২০ বিঘা জমি নদীতে চলে গেছে। পদ্মার ভাঙন আমার বাড়ির নিকটবর্তী স্থানে চলে আসায় বাড়ি ঘর ভেঙে অন্যত্র নিয়ে যাচ্ছি। ভাঙনে চরের প্রায় ২৫০ পরিবার ওই এলাকার সরকারি জমিতে ঘর তুলতেছেন। সেখানে সরকার কতদিন আমাদেরকে থাকতে দেবেন, তা আমরা জানি না। আমরা চাই সরকার দ্রুত নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করুক।
ইদ্রিস মজুমদার নামে একজন বলেন, ভাঙনে জায়গা-জমি, ভিটেবাড়ি যা ছিল, সব পদ্মায় নিয়ে গেছে। ছেলে-মেয়ে নিয়ে ডাল-ভাত খাওয়ার উপায়ও আমাদের এখন নেই।
শহরবানু নামে এক বৃদ্ধ নারী  বলেন, নদী ভাঙতে ভাঙতে এখন আমরা পথের ফকির হয়ে গেছি। এত ভাঙন এখন আর শরীরে সয় না। বুড়ো মানুষগুলোর শরীরে শক্তিও নাই। পায়ের তলায় মাটি নেই, কই যাব, কী করব? চুলা নাই, কোথায় রান্না করব? আল্লাহ জানে আর আমরা জানি, কী কষ্ট করছি। আর কেউ বুঝবে না।
ফজলু মাঝি নামে এক বৃদ্ধ  বলেন, গ্রামটিতে প্রায় ৫০০ পরিবারের বসতি ছিল। সব দিক থেকেই পদ্মা ভাঙতেছে। ২৫০ টি বাড়ি পদ্মার গর্ভে হারিয়ে গেছে। এখন আমার থাকার মতো কোনো জায়গা নেই। বাড়িঘর ভেঙে সরকারি জায়গায় চলে যাচ্ছি। সরকার থাকতে দিলে থাকতে পারব, অন্যথায় পথে পথে থাকতে হবে। সরকার যদি বালু কাটা বন্ধ করত, তবে ভাঙন থামত।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী দেওয়ান রকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, পাইনপাড়া এলাকাটি পদ্মার মধ্যবর্তী একটি চর। যখনই পাইনপাড়ায় ভাঙন দেখা দিয়েছে, তখনই আমরা বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং ও প্লেসিং করে ভাঙনরোধে কাজ করেছি। পাইনপাড়া এলাকাটিতে ভাঙনরোধ করতে আমরা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।
শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুদ্দিন গিয়াস গণমাধ্যমকে বলেন, পদ্মা নদী থেকে বালু উত্তোলনের জন্য কাউকে লাইসেন্স প্রদান করা হয়নি। এরপরেও একটি কুচক্রী মহল রাতের আধারে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করত। বালু উত্তোলনকারী মহলের বিরুদ্ধে জাজিরা উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাও রুজু করেছে। পদ্মার ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।