নেত্রকোণার কেন্দুয়ার চিরাং বাজারে ঘর মেরামতের নামে হাইকোর্টের রায় অমান্য করে নতুন ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বাট্টা গ্রামের চিরাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মশিউর রহমান ভূইয়া লিটনের বিরুদ্ধে চংনোয়াগাঁও গ্রামের মিজানুর রহমান ওরফে সোহাগ খান রোববার নেত্রকোনা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চংনোয়াগাঁও গ্রামের আতিকুর রহমান ২০০২ সালের ৩১ সেপ্টেম্বর চিথোলিয়া মৌজায় স্থানীয় মোঃ খোর্শেদ আলীর নিকট ০৫ শতাংশ ও একই বছরের ১৫ আগষ্ট একই মৌজায় মোঃ চান মিয়ার নিকট ০৩ শতাংশ ভূমি বিক্রয় করে দখল অর্পন করেন।
পরবর্তীতে উপজেলার বাট্টা গ্রামের চিরাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মশিউর রহমান ভূইয়া লিটন চিরাং গ্রামের কাজল মিয়া ও তার স্ত্রী রাহেলাকে দিয়ে মিজানুর রহমান ওরফে সোহাগ খানের বিরুদ্ধে বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাব্যুনালে মোকদ্দমা দায়ের করেন।
ঐ সময় মিজানুর রহমান অসুস্থ্য থাকায় বিষয়টি জানতে পারেননি এবং কোন খোঁজ রাখতে পারেননি। এতে বাদী পক্ষ এক তরফা রায় পায়। পরবর্তীতে ঐ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রীট পিটিশন দাখিল করেন মিজানুর রহমান। আদালত ২০১৭ সালে এ ব্যাপারে স্থায়ী নিষেধাজ্ঞা জারী করেন। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর নির্মাণের চেষ্টা করলে কেন্দুয়া থানায় একাধিক অভিযোগ করেন মিজানুর রহমান।
পরে চলতি বছরের ১৪ জুলাই হাইকোর্ট থেকে ঘর মেরামত করার অনুমতি নিয়ে খালি জায়গায় নতুন ঘর নির্মাণ করে আবার দোকান ভাড়া দিয়ে দেয় প্রতিপক্ষ। এ ব্যাপারে থানায় ও ভূমি অফিসে অভিযোগ করা হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই হাইকোর্টের রায় বহাল রেখে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবরে দাবি জানান অভিযোগকারী মিজানুর রহমান।