ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক লীগের নেতার ফেসবুক পোস্টে বিএনপি নেতাকর্মীদের হুমকি, থানায় অভিযোগ

নেত্রকোণার মোহনগঞ্জে সুজন খান নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতার ফেসবুকে দেশীয় অস্ত্রের ছবি আপলোড করে বিএনপির নেতাকর্মীদের হুমকি দিয়েছেন।
এমন অভিযোগে গতকাল রোববার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজ উদ্দিন তালুকদার। এতে সুজন খান, তার ভাই হিরা খান ও হিরা খানের ছেলে হয়াছীন খানসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করেন।
তবে এদিন বিকেলে অভিযুক্ত সুজন খানের ভাবী হিরা মণি আক্তার  এ বিষয়ে মোহনগঞ্জ  থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি দাবি করেন-  সুজন খানের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে কে বা কাহারা রাজনৈতিক দল নিয়ে বাজে মন্তব্য ও দেশীয় অস্ত্রের পোস্ট করেছে। এ বিষয়ে আমরা কেউ কিছু জানি না।
সোমবার মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সুজন খান উপজেলার শেওড়াতলী গ্রামের আব্দুল মোতালিব খানের ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি।
অভিযোগে সিরাজ উদ্দিন তালুকদার উল্লেখ করেন,  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার  সিরাজ উদ্দিন তালুকদার ফেসবুক আইডিতে পোস্ট শেয়ার করেন। ওই পোস্টের কমেন্টে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন খান তার ফেসবুক আইডি থেকে হুমকি স্বরুপ একটি কমেন্ট করেন। ওই কমেন্টে দেশীয় অস্ত্রের ছবি আপলোড করে বিএনপির নেতাকর্মীদের হুমকিস্বরূপ পোস্ট শেয়ার করেন। কমেন্টে তিনি (সুজন খান) লিখেন- ‘বিএনপির যারেই পাইবা শুধু হাত চালায়বা। জোগাল (অস্ত্র)  যা লাগবে আমরা দেব। বিএনপি মুক্ত মোহনগঞ্জ করব। বিএনপি পেলেই শুধু খবরটা দিবা সবাই ছাত্রলীগ।’ পোস্টে রামদাসহ দেশীয় অস্ত্রের ছবি শেয়ার করপব সুজন খান। পরে একই কথা লিখে নিজেও ওয়ালে একটি পোস্টও করেন সুজন খান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন সিরাজ উদ্দিন তালুকদার।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান বলেন, সুজন, হীরাসহ তার ভাই-ভাতিজারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতকারী হিসেবে পরিচিত। তারা আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের ওপর নানাভাবে অত্যাচার-নির্যাতন করেছে। মিথ্যা মামলায় জড়িয়ে মানুষজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। ওই দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তির দাবি জানান তিনি।
পরিদর্শক  (তদন্ত) শফিকুজ্জামান বলেন, অভিযোগটি সাইবার অপরাধ বিষয়ে যেহেতু, তাই সাইবার ট্রাইব্যুনালের নির্দেশনাক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এদিন অভিযুক্ত সুজন খানের পক্ষ থেকেও ভুয়া ফেসবুক আইডি খুলে বাজে প্রচারণার বিষয়ে জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে পবিত্র মাইজভাণ্ডার শরীফে লাখ লোকের সমাগম 

স্বেচ্ছাসেবক লীগের নেতার ফেসবুক পোস্টে বিএনপি নেতাকর্মীদের হুমকি, থানায় অভিযোগ

আপডেট সময় ০২:১৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
নেত্রকোণার মোহনগঞ্জে সুজন খান নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতার ফেসবুকে দেশীয় অস্ত্রের ছবি আপলোড করে বিএনপির নেতাকর্মীদের হুমকি দিয়েছেন।
এমন অভিযোগে গতকাল রোববার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজ উদ্দিন তালুকদার। এতে সুজন খান, তার ভাই হিরা খান ও হিরা খানের ছেলে হয়াছীন খানসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করেন।
তবে এদিন বিকেলে অভিযুক্ত সুজন খানের ভাবী হিরা মণি আক্তার  এ বিষয়ে মোহনগঞ্জ  থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি দাবি করেন-  সুজন খানের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে কে বা কাহারা রাজনৈতিক দল নিয়ে বাজে মন্তব্য ও দেশীয় অস্ত্রের পোস্ট করেছে। এ বিষয়ে আমরা কেউ কিছু জানি না।
সোমবার মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সুজন খান উপজেলার শেওড়াতলী গ্রামের আব্দুল মোতালিব খানের ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি।
অভিযোগে সিরাজ উদ্দিন তালুকদার উল্লেখ করেন,  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার  সিরাজ উদ্দিন তালুকদার ফেসবুক আইডিতে পোস্ট শেয়ার করেন। ওই পোস্টের কমেন্টে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন খান তার ফেসবুক আইডি থেকে হুমকি স্বরুপ একটি কমেন্ট করেন। ওই কমেন্টে দেশীয় অস্ত্রের ছবি আপলোড করে বিএনপির নেতাকর্মীদের হুমকিস্বরূপ পোস্ট শেয়ার করেন। কমেন্টে তিনি (সুজন খান) লিখেন- ‘বিএনপির যারেই পাইবা শুধু হাত চালায়বা। জোগাল (অস্ত্র)  যা লাগবে আমরা দেব। বিএনপি মুক্ত মোহনগঞ্জ করব। বিএনপি পেলেই শুধু খবরটা দিবা সবাই ছাত্রলীগ।’ পোস্টে রামদাসহ দেশীয় অস্ত্রের ছবি শেয়ার করপব সুজন খান। পরে একই কথা লিখে নিজেও ওয়ালে একটি পোস্টও করেন সুজন খান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন সিরাজ উদ্দিন তালুকদার।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান বলেন, সুজন, হীরাসহ তার ভাই-ভাতিজারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতকারী হিসেবে পরিচিত। তারা আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের ওপর নানাভাবে অত্যাচার-নির্যাতন করেছে। মিথ্যা মামলায় জড়িয়ে মানুষজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। ওই দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তির দাবি জানান তিনি।
পরিদর্শক  (তদন্ত) শফিকুজ্জামান বলেন, অভিযোগটি সাইবার অপরাধ বিষয়ে যেহেতু, তাই সাইবার ট্রাইব্যুনালের নির্দেশনাক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এদিন অভিযুক্ত সুজন খানের পক্ষ থেকেও ভুয়া ফেসবুক আইডি খুলে বাজে প্রচারণার বিষয়ে জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।