নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউপির বৌ বাজার হতে খারনৈ গ্রামে চলাচলের জন্য প্রায় ০১ কিলোমিটার এবং কচুগড়া গ্রামে চলাচলের জন্য প্রায় ০২ কিলোমিটার কাঁচা রাস্তা বিজিবি, ছাত্র সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে সংস্কার করা হয়।
সম্প্রতি ভারী বর্ষণে গ্রামীণ রাস্তা দুইটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্থ হওয়ায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর খারনৈ ও কচুগড়া বিওপি’র বিজিবি সদস্য এবং স্থানীয় ছাত্র সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বৌ-বাজার হতে খারনৈ এবং কচুগড়া গ্রামীন রাস্তা সংস্কার করা হয়।
মঙ্গলবার দিনব্যাপি নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর খারনৈ ও কচুগড়া বিওপি’র বিজিবি সদস্য এবং স্থানীয় ছাত্র সমাজসহ এলাকাবাসীর উদ্যোগে জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়।
জানা গেছে, উপজেলার স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধি জানায় নেত্রকোণা ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, সনাতন ধর্মালম্বী ও গারো হাজংদের নিরাপত্তা বিধানসহ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে। বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসা সেবাসহ জরুরী ত্রাণ ও কল্যাণমূলক কাজে আর্থিক সাহায্য দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গ্রামীণ রাস্তা দুইটি সংস্কারের ফলে খারনই ও কচুগড়া এলাকার জনসাধারণের চলাচলে দূর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে এবং এতে করে কৃষি পণ্য পরিবহন ও জরুরী সেবা প্রদান সহজতর হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।