ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলই কাল হলো ২ যুবকের। নতুন মোটরসাইকেল কেনার এক দিন পর সেই মোটরসাইকেলে প্রান গেল দুই যুবকের। এ ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ( ২২ শে আগষ্ট) রাত ৯টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে সি,সি,বি,এল পাম্পের সামনে।
নিহতরা হলো উপজেলার আলগী ইউনিয়নের সুলিনা গ্রামের জিল্লুর মাতুব্বরের ছেলে বাবু মাতুব্বর (২২) এবং একই এলাকার চাংড়া গ্রামের সাত্তার মাতুব্বরের ছেলে প্রবাসী ওবায়দুল রহমান (৩০)। এ ঘটনায় গুরুতর আহত চাংড়া গ্রামের আব্দুর রহিম মাতুব্বরকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়।
নিহত বাবু মাতুবরের পিতা জিল্লুর মাতুববর জানান, আমার ছেলে বাবু কলেজে লেখাপড়া করে। গতকাল আমার কথা অমান্য করে ১৫ হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করে। সেই গাড়িতেই তার প্রান কেড়ে নিলো।
স্থানীয়রা জানান, তারা বাংলাদেশের মধ্যঞ্চলে বন্যাদুর্গতদের ত্রান সংগ্রহ করতে ভাঙ্গায় আসছিলেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই বাকী জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে তিন আরোহী বন্যা দুর্গত এলাকার জন্য ত্রান সংগ্রহ করছিলেন। ঘটনার কিছুক্ষণ আগে তারা সি,সি,বি,এল পাম্প থেকে পেট্রোল নিতে যায়। সেখান থেকে মহাসড়কে ওঠার সময় অজ্ঞাত একটা পরিবহন তাদেরকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। এসময় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। মরদেহ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।