নীলফামারীর ডোমারে দিলীপ কুমার মুখোপাধ্যায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপস্থিতিতে পদত্যাগ পত্রে স্বাক্ষর ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর পদত্যাগ পত্র জমা দেন তিনি। একই সময়ে উপজেলা চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি তার কার্যালয়ে উপস্তিত না থাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অফিস কক্ষে তালা লাগিয়ে দেয়। এছাড়াও আওয়ামী সমর্থিত ডোমার সদর ইউপি চেয়ারম্যান ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যানের কার্যালয়েও তালা লাগানো হয়েছে বলে নিশ্চিত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মহির মোহাম্মদ মিলন ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মহির মোহাম্মদ মিলন জানান,অবৈধ সরকারের অবৈধ চেয়ারম্যানদের আমরা ক্ষমতায় দেখতে চাই না। তাদের সরকার নেই তাই তাদেরও দরকার নেই। ভাইস চেয়ারম্যান দিলীপ কুমারকে আমরা বললে সে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ পদত্যাগ পত্রের বিষয়টি নিশ্চিত করে বলেন,পরবর্তী পদক্ষেপের জন্য জেলা প্রশাসক বরাবর প্রেরন করা হয়েছে।
ডোমারে ভাইস চেয়ারম্যানের পদত্যাগ, তিন চেয়াম্যানের অফিস কক্ষে তালা
- আলমগীর হোসেন, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
- আপডেট সময় ০১:৩৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- 50
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ