বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালায়নের পর পুলিশ বাহিনীর সদস্যদের কর্মবিরতিতে যাওয়ায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় ট্রাফিক ব্যবস্থার। আর এ ব্যবস্থা স্বাভাবিক করতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করে রাস্তা পরিচ্ছনতার কাজ করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে উপজেলার ছনবাড়ী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন, উপজেলা শহরের চকবাজার,পোস্ট ও ভাগ্যকুল রোড এলাকায় ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীনগর সরকারী কলেজের বিএনসিসির সদস্য ও স্কাউটের সদস্যদের কাজ করতে দেখা গেছে।
জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর শ্রীনগরে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়।
পরে মঙ্গলবার সকাল থেকেই সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। খুলতে শুরু করে সব ধরনের দোকানপাট, অফিস-আদালতসহ ব্যাংক বীমা প্রতিষ্ঠান।
বুধবার সকাল থেকে পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ব্যস্ততম নগরীতে পরিণত হয় শ্রীনগর উপজেলাসহ বিভিন্ন হাট-বাজারগুলো।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপজেলা শহরের বিভিন্ন এলাকা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।
পরে তারা উপজেলার ছনবাড়ী চৌরাস্তা, চকবাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি করেন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।