নীলফামারীর জলঢাকা উপজেলায় শোকাবহ আগস্ট উপলক্ষে শোক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেলে ভূমি অফিস এলাকা থেকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ শামীমের নেতৃত্বে একটি বিশাল শোক মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে অন্বেষা ভবন চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও কাঠালী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শাহিনুর রহমান, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলনা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ জাহেদ আলী, ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রমুখ। এসময় এমপি পাভেল বলেন, ৭১ এর পরাজিত শত্রুরা আগষ্ট মাস আসলেই নতুন করে ষড়যন্ত্র শুরু করে। তারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর দিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য তিনি দেশবাসী ও নেতাকর্মীদের প্রতি আহবান জানান। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ শামীম বলেন জামাত শিবির বিএনপিকে সাথে নিয়ে এই নৈরাজ্য সৃষ্টি করেছে। আগস্ট মাস আসলেই বিএনপি জামাতের হত্যাযজ্ঞের ষড়যন্ত্র মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। তাদের সেই ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি। উপজেলা আ’লীগের আয়োজনে শোক মিছিল ও আলোচনা সভায় আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জলঢাকায় শোকাবহ আগষ্ট উপলক্ষে শোক মিছিল অনুষ্ঠিত
- ওমর ফারুক, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
- আপডেট সময় ০১:২৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- 90
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ