শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর এলাকায় ড্রেজার দিয়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা।
সংবাদ প্রকাশের পর ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ড্রেজারের ব্যবহৃত পাইপ কুপিয়ে বিনষ্ট করেছে, তবে ড্রেজারের সঙ্গে জড়িত কাউকে জরিমানা কিংবা আটক করতে পারেনি প্রশাসন।
আজ রবিবার (১৪) জুলাই দুপুরে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ইমামুল হাফিজ নাদিম।
জানা গেছে, সখিপুর থানাধীন উত্তর তারাবুনিয়া ইউনিয়নের বাসিন্দা প্রভাবশালী জয়নাল সরকারের নেতৃত্বে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর দুই পাশেই ব্যক্তিমালিকানার জমি ভেঙে পড়েছে বলেও জানা গেছে।
অভিযানের পর নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, এখানে দীর্ঘদিন ধরে এই বালু ব্যবসা করে আসছিল প্রভাবশালীরা। সাংবাদিকের নিউজ প্রকাশের পর আজ সেখানে এসিলেন্ড স্যার এসে ড্রেজারের পাইপ কুপিয়ে বিনষ্ট করে দেয়। তাই ধন্যবাদ জানাই এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায়।
এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম বলেন, ‘আমরা প্রায় ৬ শত ফুট ড্রেজারের পাইপ পেয়েছি। তা কুপিয়ে বিনষ্ট করে দিয়েছি, ড্রেজারের কাছে কাউকে পাওয়া যায়নি বলে জরিমানা বা কাউকে আটক করা যায়নি।’
তবে এদরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।